আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ১২:৫৫ এএম
ইরানে বড় হামলার ইঙ্গিত, সামরিক ও বাণিজ্যিক অঞ্চল ছাড়তে বলল ইসরায়েল
মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার সরাসরি ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মাস্টার সার্জেন্ট কামাল পিনহাসি ফার্সি ভাষায় প্রকাশিত এক বার্তায় ইরানিদের উদ্দেশে স্পষ্ট সতর্কতা জারি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বার্তায় ইরানের সাধারণ মানুষকে সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা ও বাণিজ্যিক এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কামাল পিনহাসি বলেন, “ইরানীয়দের জন্য হুশিয়ারি। সামরিক ঘাঁটি, পরমাণু কেন্দ্র এবং বাণিজ্যিক এলাকা থেকে দ্রুত সরে যান। আপনার জীবনের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকা ত্যাগ করুন এবং ফিরে যাবেন না। এসব স্থানের কাছাকাছি অবস্থান করাও হতে পারে প্রাণঘাতী।”
ইসরায়েলের এই বার্তা ইতোমধ্যে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে এবং ফার্সি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র, বৃহৎ সামরিক ঘাঁটি, অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কৌশলগত বাণিজ্যিক হাব। এই সরাসরি হুমকিকে যুদ্ধের প্রাক-ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনৈতিক বিশেষজ্ঞ।
এ ধরনের প্রকাশ্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এবং আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক উদ্বেগও বাড়িয়ে তুলেছে।
ভোরের আকাশ//হ.র