আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৭ এএম
রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর ফের শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, যার ফলে ভারতের ওপর মোট শুল্কের পরিমাণ এখন ৫০ শতাংশে পৌঁছেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাশিয়ার ওপর চাপ বাড়াতে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও শুল্ক আরোপের প্রস্তুতি চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এরই মধ্যে জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল কিনা দেশগুলোর ওপর আরও শুল্ক আরোপ করলে রাশিয়ার অর্থনীতি দুর্বল হবে এবং প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে আসতে বাধ্য হবেন।
এরই প্রেক্ষিতে ট্রাম্পকে ফের শুল্ক আরোপ সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে বলেন, “হ্যাঁ, আমি প্রস্তুত।” তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত মন্তব্য করেননি।
এর আগে, আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের আগে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। ওয়াশিংটন অভিযোগ করেছিল, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এবং এভাবে পুতিনকে ইউক্রেন যুদ্ধ চালানোর জন্য অর্থ সরবরাহ করছে।
বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসন রাশিয়ার ওপর চাপ বাড়াতে ভারতের মতো রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোর ওপর আরও নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “আমাদের ইউরোপীয় অংশীদারদেরও এই পথে এগোতে হবে।”
বিশ্লেষকরা বলছেন, চীনের তুলনায় ভারতের ওপর শুল্ক আরোপের সম্ভাবনা বেশি কারণ চীনের ওপর সরাসরি কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, কিন্তু রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রাখায় ভারতের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র