খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ০২:২৯ এএম
ছবি সংগ্রহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরাপত্তা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা গার্ডদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক এবং কমিটির সকল সদস্য।
সভায় বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রাইড নিরাপত্তা গার্ডরা তাদের দায়িত্ব পালনের সময় সম্মুখীন সমস্যাগুলো তুলে ধরেন। তারা বিশেষ করে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলোতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক বিষয়গুলো ভাইস-চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করে সমাধান করার আশ্বাস দেন। সভার সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামাণিক।
মতবিনিময় সভার শেষে নিরাপত্তা কমিটি বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও স্থাপনা রক্ষায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নিরাপত্তা গার্ডদের প্রতি আহ্বান জানান।
ভোরের আকাশ//হর