আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৭:০৩ পিএম
                                        ট্রাম্পের দাবি: “ভারত-পাকিস্তান যুদ্ধ আমি থামিয়েছি”
আবারও ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজের কাঁধে নিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, শুধু এই দুই দেশের মধ্যকার যুদ্ধই নয়, বিশ্বজুড়ে একাধিক সংঘাত থামিয়েছেন তিনি—যার মধ্যে রয়েছে কঙ্গো-রুয়ান্ডার ৩১ বছরের রক্তক্ষয়ী সংঘাতও।
রোববার (৩ আগস্ট) রাতে এনডিটিভির এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানানো হয়, ট্রাম্প বলেন, “আমি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে।” এর আগে গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি "তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে" সম্মত হয়। এরপরই কার্যকর হয় যুদ্ধবিরতি।
রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “চারলামাগনে দ্য গড জানে না যে আমি পাঁচটি বড় যুদ্ধ থামিয়েছি, যার মধ্যে কঙ্গো-রুয়ান্ডার সংঘাতও রয়েছে। ভারত-পাকিস্তানের পরমাণু যুদ্ধের আশঙ্কাও আমি রুখে দিয়েছি।”
একদিন আগেই নিউজম্যাক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বাণিজ্যের মাধ্যমেই যুদ্ধ থামিয়েছি। বলেছিলাম, ‘যদি যুদ্ধ চাও, তাহলে বাণিজ্য হবে না।’ এরপরই তারা থেমে যায়। আমি মাসে গড়ে একটি করে যুদ্ধ থামিয়েছি।”
ট্রাম্প দাবি করেন, তিনি শুধু ভারত-পাকিস্তান নয়, থাইল্যান্ড-কাম্বোডিয়া, ইসরায়েল-ইরান, রুয়ান্ডা-কঙ্গো, সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যকার সংঘাতও থামিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই দাবির পক্ষে প্রেস ব্রিফিংয়ে বলেন, ট্রাম্প ছয় মাসে অন্তত ছয়টি শান্তি চুক্তি করিয়েছেন।
এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ১ আগস্ট থেকে ভারতের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে। একইসঙ্গে পাকিস্তানের জন্য শুল্ক কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগের ২৯ শতাংশ থেকে কম। একই দিন তিনি জানান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে এবং ইসলামাবাদের তেল সম্পদ উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করবে।
ট্রাম্পের এসব দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই একে মার্কিন নির্বাচনী প্রচারণার অংশ বলেও মনে করছেন।
ভোরের আকাশ//হ.র