আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১০:৩১ এএম
সংগৃহীত ছবি
দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়ে দেশটির শক্তিশারী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি।
শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত ওই কমান্ডার আব্বাস হাসান কার্কি ছিলেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের কাছাকাছি তুল শহরে গাড়ি চালানোর সময় কার্কিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে আব্বাস কার্কি হিজবুল্লাহর যুদ্ধক্ষমতা পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ, অস্ত্র পরিবহন ও সংরক্ষণের দায়িত্বও পালন করছিলেন। পাশাপাশি হিজবুল্লাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি।
আইডিএফের দাবি, কার্কির এসব কর্মকাণ্ড ইসরায়েল ও লেবাননের মধ্যকার বিদ্যমান সমঝোতা লঙ্ঘন করেছে।
অন্যদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের তুল শহরে ইসরায়েল ড্রোন হামলায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার কার্কি আছেন কিনা, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
ভোরের আকাশ/তা.কা