নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১১:১২ এএম
শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি
আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাষ্ট্রের প্রধান আইনকর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য আইনজীবী ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এর আগে, সোমবার (২৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
ভোরের আকাশ/এসএইচ