নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪১ পিএম
দায়িত্ব থেকে সরানো হলো জিএমপি কমিশনার নাজমুল করিমকে
গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে দায়িত্ব থেকে অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গাজীপুরের দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে নাজমুল করিমকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।
২০২৩ সালের ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগ পান নাজমুল করিম। চলতি বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই মূল কারণ
পুলিশ সদর দপ্তরের এক সাম্প্রতিক প্রতিবেদনে গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে “খুবই খারাপ” হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, শহরে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। দিনের বেলায়ও এসব ঘটনা ঘটছে, অথচ থানার ওসিরা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বরং মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।
এ ছাড়া কমিশনার নাজমুল করিম প্রতিদিন ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাতায়াতের সময় টঙ্গী ও ভোগড়ার উড়ালসড়ক একমুখী করে দেওয়ার ঘটনা নিয়েও প্রশ্ন উঠেছিল। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হয়। এসব বিষয়ও সদর দপ্তরের প্রতিবেদনে স্থান পায়।
ভোরের আকাশ//হ.র