নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫ ১২:৫২ এএম
আইন নিজের হাতে না তোলার আহ্বান অন্তর্বর্তী সরকারের
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তরা থানা এলাকায় সৃষ্ট ‘মব পরিস্থিতি’ ও শারীরিক লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দেশের সব নাগরিককে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।
রোববার (২২ জুন) রাতে সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রোববার রাজধানীর উত্তরা থানা পুলিশ একটি নির্দিষ্ট মামলায় সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করে। এ সময় তাকে ঘিরে ‘মব’ সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করা হয় এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনা ঘটে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে।
সরকার স্পষ্টভাবে জানিয়েছে—কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের মাধ্যমেই হবে। বিচারাধীন কোনো বিষয় নিয়ে জনতা আইন হাতে তুলে নিতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিকে আক্রমণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা ফৌজদারি অপরাধ, যা আইনের শাসনের পরিপন্থি। এসব ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা নেবে।
সরকার সকল নাগরিকের প্রতি সহনশীলতা বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।
ভোরের আকাশ//হ.র