ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০৯:৪০ পিএম
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না সরকার
সরকার আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কথা ভাবছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান।
বুধবার (৭ মে) বিকালে সচিবালয়ে গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
উপদেষ্টা জানান, দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে, কিন্তু জনস্বার্থে সরকার দাম বাড়াচ্ছে না।
তিনি আরও জানান, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে চলতি মাস থেকে আগস্ট মাসের মধ্যেই এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে গেল রমজানে বরাদ্দ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে ১৫০ মেগাওয়াট সরিয়ে শিল্প কারখানায় সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, গ্যাসের উৎপাদন বাড়াতে এ বছর ৫০টি এবং আগামী বছর ১০০টি গ্যাসকূপ খনন করা হবে। এ জন্যে ভোলায় পাঁচটি কূপ খননের টেন্ডার দেওয়া হয়েছে। এর মাধ্যমে দৈনিক ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করছে সরকার।
ভোরের আকাশ/আমর