নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১১:০৪ পিএম
বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, আশঙ্কাজনক ৬
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার পর আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক নাসির উদ্দিন জানান, গত দুই দিনে ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে থাকা ২৩ জন রোগীর মধ্যে ১৩ জনের অবস্থার উন্নতি হয়েছে। এদের মধ্যে অনেককেই শিগগির হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। অন্যদিকে ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে থাকা ১৩ রোগীর মধ্যে কয়েকজনের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এখনো আশঙ্কা কাটেনি। বর্তমানে ৮ জন রোগী আইসিইউতে চিকিৎসাধীন।
চিকিৎসা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "আগুনে পোড়া রোগীদের অবস্থা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। আমরা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড গঠন করে চিকিৎসাসংক্রান্ত সব সিদ্ধান্ত নিচ্ছি। এরই মধ্যে সিঙ্গাপুর ও ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে। আগামীকাল (শুক্রবার) চীনা চিকিৎসকদের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।"
রোগীদের জন্য রক্ত কিংবা স্কিন ডোনেশনের কোনো প্রয়োজন নেই জানিয়ে অধ্যাপক নাসির উদ্দিন বলেন, "চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করছে। সাধারণ মানুষ সহানুভূতির বশে অনেকেই আর্থিক সহায়তা দিতে চাচ্ছেন, তবে বর্তমানে তারও প্রয়োজন নেই।"
উল্লেখ্য, গত সোমবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের সংখ্যা নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে। আইএসপিআর-এর দেওয়া তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এ সংখ্যা ৩১, আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বলছে, মোট ২৪ জন নিহত হয়েছেন।
ভোরের আকাশ//হ.র