নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ০৪:৫২ পিএম
ঢাকাসহ তিন বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিল
আগামী ১১ এপ্রিল কনসার্ট করবে বিএনপি। সবার আগে বাংলাদেশ ব্যানারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এসময় এ্যানি আরও বলেন, দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট।
তিনি আরও বলেন, সবার আগে বাংলাদেশ শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করবে এমনটি নয়, দেশের যেখানে মানুষের সহায়তায় দরকার হবে সেখানেই এই সংগঠন কাজ করবে।
উল্লেখ্য, ঢাকার কনসার্টে গান পরিবেশন করবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। এছাড়া চট্টগ্রামে থাকবে মাইলস, খুলনায় তাহসান, আসিফ, ওয়ারফেইজ আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্থানীয় শিল্পীরা। এর বাইরে প্রত্যেক এলাকার আঞ্চলিক পরিবেশনা থাকবে।
ভোরের আকাশ/এসএইচ