পাকা চুল বা দাড়ি তুলে ফেলা ইসলামিকভাবে নিষিদ্ধ: হাদিসে দিকনির্দেশনা
মানুষের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে চুলের ওপর। বয়সের সঙ্গে চুল ও দাড়ি সাদা হতে থাকে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পাকা চুল বা দাড়ি তুলে ফেলা জায়েজ নয়। হাদিসে নবীজি (সা.) স্পষ্টভাবে এ বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন।
হাদিসে নির্দেশনা
আমর বিন্ শুআইব (রাহিমাহুল্লাহ্) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সাদা চুলগুলো উঠিয়ে ফেলো না। কারণ, যেসব চুল ইসলামী জীবনযাপনের মধ্য দিয়ে পেকে সাদা হয়েছে, সেগুলো কিয়ামতের দিনে আলোর মতো উদ্ভাসিত হবে। প্রতিটি চুলের বিপরীতে আল্লাহ্ তায়ালা একজন মুসলিমকে একটি সাওয়াব দেবেন এবং একই সঙ্গে গোনাহ ক্ষমা করবেন।
চুল-দাড়ি রঙানোর নিয়ম
যদি চুল বা দাড়ি সাদা হয়ে যায়, তবে প্রাকৃতিক রঙ ব্যবহার করা যায়। তবে কালো রঙ ব্যবহার নিষিদ্ধ। হাদিসে বর্ণিত, রাসুল (সা.) মক্কা বিজয়ের দিন আবু ক্বুহাফার সাদা চুল ও দাড়ি দেখার পর সাহাবাদেরকে নির্দেশ দেন, চুল-দাড়িকে কালো রঙে রাঙানো যাবে না।
ইহুদি ও খ্রিষ্টানদের সাথে পার্থক্য
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ইহুদি ও খ্রিষ্টানরা তাদের চুল-দাড়ি কালো করে না। মুসলমানদের উচিত এ থেকে আলাদা থাকা, অর্থাৎ কালো রঙ ব্যবহার না করা।
ইসলামে পাকা চুল ও দাড়ি তুলে ফেলা নিষিদ্ধ। সাদা চুলগুলো কেবল প্রাকৃতিকভাবে রাখা বা কালো ছাড়া অন্য প্রাকৃতিক রঙ ব্যবহার করা যায়। এ নির্দেশনার মূল উদ্দেশ্য হলো মুসলমানদের আলাদা চিহ্ন বজায় রাখা এবং হাদিসের আলোকে সৎভাবে জীবনযাপন করা।
সূত্র: আবু দাউদ : ৪২০২, মুসলিম : ২১০২, ২১০৩
ভোরের আকাশ // হ.র
সংশ্লিষ্ট
সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ। পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।মঙ্গলবার পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরই এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব প্রদান করা হয়। সৌদির রাজকীয় আদালত এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে আল আরাবিয়া জানিয়েছে। শায়খ সালেহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগলাভের আগ পর্যন্ত মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৫ সালের হজের খুতবাও প্রদান করেছিলেন তিনি।শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের প্রবীণ ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।ভোরের আকাশ/এসএইচ
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাস গণনা শুরু।পরিপ্রেক্ষিতে আগামী ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।সভায় জানানো হয়, আজ বুধবার ২৪ সেপ্টেম্বর ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু। পরিপ্রেক্ষিতে আগামী ১১ রবিউস সানি ১৪৪৭ হিজরি, ৪ অক্টোবর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। সভায় চাঁদ দেখা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/তা.কা
মানুষের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে চুলের ওপর। বয়সের সঙ্গে চুল ও দাড়ি সাদা হতে থাকে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পাকা চুল বা দাড়ি তুলে ফেলা জায়েজ নয়। হাদিসে নবীজি (সা.) স্পষ্টভাবে এ বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন।হাদিসে নির্দেশনাআমর বিন্ শুআইব (রাহিমাহুল্লাহ্) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সাদা চুলগুলো উঠিয়ে ফেলো না। কারণ, যেসব চুল ইসলামী জীবনযাপনের মধ্য দিয়ে পেকে সাদা হয়েছে, সেগুলো কিয়ামতের দিনে আলোর মতো উদ্ভাসিত হবে। প্রতিটি চুলের বিপরীতে আল্লাহ্ তায়ালা একজন মুসলিমকে একটি সাওয়াব দেবেন এবং একই সঙ্গে গোনাহ ক্ষমা করবেন।চুল-দাড়ি রঙানোর নিয়মযদি চুল বা দাড়ি সাদা হয়ে যায়, তবে প্রাকৃতিক রঙ ব্যবহার করা যায়। তবে কালো রঙ ব্যবহার নিষিদ্ধ। হাদিসে বর্ণিত, রাসুল (সা.) মক্কা বিজয়ের দিন আবু ক্বুহাফার সাদা চুল ও দাড়ি দেখার পর সাহাবাদেরকে নির্দেশ দেন, চুল-দাড়িকে কালো রঙে রাঙানো যাবে না।ইহুদি ও খ্রিষ্টানদের সাথে পার্থক্যআবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ইহুদি ও খ্রিষ্টানরা তাদের চুল-দাড়ি কালো করে না। মুসলমানদের উচিত এ থেকে আলাদা থাকা, অর্থাৎ কালো রঙ ব্যবহার না করা।ইসলামে পাকা চুল ও দাড়ি তুলে ফেলা নিষিদ্ধ। সাদা চুলগুলো কেবল প্রাকৃতিকভাবে রাখা বা কালো ছাড়া অন্য প্রাকৃতিক রঙ ব্যবহার করা যায়। এ নির্দেশনার মূল উদ্দেশ্য হলো মুসলমানদের আলাদা চিহ্ন বজায় রাখা এবং হাদিসের আলোকে সৎভাবে জীবনযাপন করা।সূত্র: আবু দাউদ : ৪২০২, মুসলিম : ২১০২, ২১০৩ভোরের আকাশ // হ.র
১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার জন্য সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভাটি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।সোমবার (২২ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭।ভোরের আকাশ/এসএইচ