কুইক টি-২০ ইনিংস খেলতে এসেছি: বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবারের (৩০ মে) বোর্ড সভায় বিসিবি পরিচালকদের ভোটে এই দায়িত্ব পেয়েছেন তিনি। বিসিবি সভাপতি হয়ে জানান, একটা কুইক (দ্রুততার সহিত) টি-২০ ইনিংস খেলতে চাই। যে ইনিংসটা সকলে মনে রাখবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব নিয়েছেন। সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যেতে চান তিনি। যে নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা। এতো অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-২০ ইনিংস খেলতে চাই।
তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ পরিস্কারই ছিল। বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
চলমান ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের ক্লাব আল-হিলালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।শুক্রবার (৪ জুলাই) রাদে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল-হিলালকে ২-১ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স।ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমঝোতা স্মারকএদিন ৪০তম মিনিটে গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পাস থেকে ১৬ গজ দূর থেকে অসাধারণ এক শটে বল জালে জড়িয়ে ফ্লুমিনেন্সকে লিড এনে দেন মাতেউস মার্তিনেল্লি। ম্যাচে একটি পেনাল্টি পেয়েছিল আল-হিলাল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে সেটি বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ৫১তম মিনিটে মারকোস লেওনার্দোর গোলে সমতায় ফেরে আল-হিলাল। এটি ছিল তার টুর্নামেন্টে চতুর্থ গোল। তবে নিজেদের ধরে রাখতে পারেনি তারা। ৭০তম মিনিটে আবারও এগিয়ে যায় ফ্লুমিনেন্স। স্যামুয়েল জাভিয়ের একটি হেড করেন এবং বদলি খেলোয়াড় হারকিউলিস নিচু শটে বল জালে জড়ান! শেষ দিকে আল-হিলাল অনেক চাপ দিলেও সমতা ফেরাতে পারেনি। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়নি।ভোরের আকাশ/জাআ
দ্বিতীয় ওয়ানডেতে দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ছাড়াও আজ (৫ জুলাই) টিভিতে বেশকয়েকটি খেলা রয়েছে।ক্রিকেটদ্বিতীয় ওয়ানডেবাংলাদেশ-শ্রীলঙ্কাবেলা ৩টা, টি স্পোর্টস এজবাস্টন টেস্ট–৪র্থ দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১গ্রেনাডা টেস্ট–৩য় দিনওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ারাত ৮টা, টি স্পোর্টস ফুটবল নারী এশিয়ান কাপ বাছাইবাংলাদেশ-তুর্কমেনিস্তানসন্ধ্যা ৬টা ৩০ মিনিট, ইউটিউব/পাইওয়ান প্লে স্পোর্টস ফিফা ক্লাব বিশ্বকাপপালমেইরাস-চেলসিসন্ধ্যা ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ পিএসজি-বায়ার্নরাত ১০টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ রিয়াল-ডর্টমুন্ডরাত ২টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ উইম্বলডন৩য় রাউন্ডবিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ ভোরের আকাশ/জাআ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভাঙা মনোবল নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে ব্যর্থ পারফরম্যান্সের কারণে নিজের খেলা নিয়ে সন্তুষ্ট না হলেও তিনি জানাচ্ছেন, দলের প্রয়োজনীয় অবদান রাখতে চান আগামীতেও।শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, “আমি মনে করি না আমি ভালো খেলেছি। কারণ যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আমি সেই সময় ঠিকঠাক খেলতে পারিনি। যদি পারতাম, তাহলে বলতে পারতাম, ‘হ্যাঁ, আমি ভালো খেলেছি।’”প্রথম ম্যাচে তানজিদ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। তবে হঠাৎ এক রান আউটে ভেঙে যায় সেই জুটি, যা ম্যাচের বড় মোড় ছিল বলে মনে করেন তানজিদ। তিনি বলেন, “ওই রান আউটটা দুর্ভাগ্যের ব্যাপার ছিল। যদি আরও ৩০-৪০ রান যোগ করতে পারতাম, ম্যাচটা সহজ হয়ে যেত।”উইকেটের আচরণ নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন তানজিদ। তার মতে, “এ ধরনের উইকেটে সবচেয়ে প্রয়োজন যারা থিতু থাকবে, তাদের লম্বা ইনিংস খেলা খুব জরুরি। আমাদের জুটি টিকে থাকলে পরবর্তী ব্যাটারদের জন্য কাজ সহজ হত।”দলের মধ্যে প্রথম ম্যাচের ভুল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কোচের নির্দেশনা অনুযায়ী, এই ধরনের উইকেটে বিশেষ করে হাসারাঙ্গা মতো স্পিনারের বিপক্ষে বাঁহাতি ব্যাটারদের ভালো করতে হবে বলে দলের সঙ্গে কাজ চলছে।তানজিদ যোগ করেন, “বোলিংয়ের শুরু এবং শেষের পারফরম্যান্স ভালো ছিল, ফিল্ডিংও ভাল ছিল, তবে ব্যাটিং ধস ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। আশা করি, পরবর্তী ম্যাচে এরকম ধস আর হবে না।”ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে তানজিদ বলেন, “প্রতিটি ম্যাচেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। আগামী ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন লক্ষ্য হলো সিরিজে টিকে থাকতে জয় পাওয়া।”তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচের হারের পর বাকি দুই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে উঠেছে। তরুণ ব্যাটার তানজিদ হাসান ও তামিম ইকবালের মতো খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা থাকলে সিরিজে ফিরে আসার আশা জাগতে পারে টাইগার সমর্থকদের মধ্যে।ভোরের আকাশ//হ.র
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আবারো জায়গা পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।নাজমুল হোসেন শান্ত দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে খারাপ পারফরম্যান্সের কারণে বছরের শুরুতেই অধিনায়কত্ব থেকে সরে এসেছিলেন। তার স্থলে নেতৃত্বে নিয়োজিত হয়েছেন লিটন দাস, যিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নাজমুলের শেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না থাকায় এবার দলে সুযোগ হয়নি তার।এছাড়া দলে নেই সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম ও সাইফউদ্দিনের পাশাপাশি চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও। তবে তাসকিনকে সব ম্যাচ খেলানো হবে না। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, আর পেসার হিসেবে রয়েছেন শরীফুল ইসলাম।মোহাম্মদ নাঈম দীর্ঘ বিরতির পর ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন। এবার জাতীয় দলে ফেরার পাশাপাশি ওয়ানডে স্কোয়াডেও তিনি আছেন। মোহাম্মদ সাইফউদ্দিন সর্বশেষ ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন।নাঈম ও সাইফউদ্দিনের দলে প্রত্যাবর্তন স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা। বিশ্বকাপের আগে এই সিরিজে তাদের পারফরম্যান্স বিশেষভাবে নজর রাখা হবে।শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। লিটন দাসের নেতৃত্বে নতুন করে সাজানো এই দল কতটা সফল হবে তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে রয়েছে।বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।দলে ফিরেছেন: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।বাদ পড়েছেন: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ।ভোরের আকাশ//হ.র