× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের কারণে পিছতে পারে বিপিএল, নতুন ভেন্যু যোগের সম্ভাবনা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:২৪ এএম

নির্বাচনের কারণে পিছতে পারে বিপিএল, নতুন ভেন্যু যোগের সম্ভাবনা

নির্বাচনের কারণে পিছতে পারে বিপিএল, নতুন ভেন্যু যোগের সম্ভাবনা

বাংলাদেশ ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার বিসিবির পরিচালকরা এক দীর্ঘ বৈঠক করেছেন। এরপর বিপিএল গর্ভনিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, আগামী বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি নতুন করে অন্তত একটি ভেন্যু যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন ভেন্যু নির্দিষ্ট হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিপিএলের আগেই যে ভেন্যু সেরা হবে, সেটি ফাইনাল ভেন্যু হিসেবে যোগ করা হবে।

মাহবুব আনাম বলেন, "আমাদের চেষ্টা থাকবে বিপিএলে অন্তত একটি নতুন ভেন্যু যোগ করতে। বগুড়া ও খুলনায় ভেন্যু হিসেবে সম্ভাবনা যাচাই করতে পাঠানো হয়েছে গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ বিভাগকে। বরিশালের উইকেট ও আউটফিল্ডের কিছু কাজও চলছে, তাই বরিশালও যোগ্যতা অর্জন করতে পারে। রাজশাহীর ব্যাপারেও এনএসসির সঙ্গে আমরা যুক্ত হয়েছি। চারটি ভেন্যুর মধ্যে যেটা সেরা হবে, সেটিই যোগ করব।"

অন্যদিকে, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে বিপিএলের সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি। মাহবুব আনাম বলেন, "সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন ঈদের আগেও হতে পারে এমন আলোচনা শোনা যাচ্ছে। ডিসেম্বরের কাছাকাছি এসে বিপিএলের সূচি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। যদি ডিসেম্বর বা জানুয়ারি স্লটে বিপিএল করা না যায়, তাহলে অন্য সময় বিবেচনা করতে হবে। মে মাসেও আমরা ফাঁকা আছি, তবে সে সময় আইপিএলের সঙ্গে সংঘর্ষ হতে পারে। আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।"

বিসিবি কর্মকর্তারা মনে করছেন, নতুন ভেন্যু যোগ ও সূচিতে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান আরও উন্নত করা সম্ভব হবে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 মিটফোর্ড ইস্যুতে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

মিটফোর্ড ইস্যুতে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

সংশ্লিষ্ট

নেইমার ম্যাজিক! মাঠে ফিরেই জ্বলজ্বল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার

নেইমার ম্যাজিক! মাঠে ফিরেই জ্বলজ্বল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার

৪০০ রানের রেকর্ড ভাঙতে অনীহা মুল্ডারের, মুখ খুললেন ব্রায়ান লারা

৪০০ রানের রেকর্ড ভাঙতে অনীহা মুল্ডারের, মুখ খুললেন ব্রায়ান লারা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি, সাকিব ম্যাচসেরা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি, সাকিব ম্যাচসেরা

৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার

৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার