স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০৮:০৬ এএম
নেইমার ম্যাজিক! মাঠে ফিরেই জ্বলজ্বল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার
বৃষ্টিভেজা ক্যারিয়াচিকার ক্লেবার আন্দ্রাদে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে এক অন্যরকম ফুটবল রাত উপহার দিলেন ব্রাজিল ফুটবলের রাজপুত্র নেইমার। দীর্ঘদিনের বিরতির পর ফিরে আসা এই তারকা নতুন হেয়ারস্টাইলে মাঠে নামেই দেখিয়ে দিলেন, তার জাদু এখনও অক্ষুণ্ণ।
ভিটোরিয়া কাপের সান্তোস বনাম দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার প্রীতি ম্যাচে নেইমার প্রথমার্ধেই পেনাল্টি থেকে দুর্দান্ত একটি গোল করেন, এরপর আরও একটি গোল ও একটি চোখ ধাঁধানো ‘নাটমেগ’ উপহার দেন দর্শকদের। প্রথমার্ধের শেষে স্কোরবোর্ডে ছিল সান্তোসের ২-০ লিড।
নেইমারের উপস্থিতি ভক্তদের মধ্যে উত্তেজনার ঢেউ তোলে, স্টেডিয়াম ছিল প্রায় হাউসফুল। মাঠে তার প্রতিটি স্পর্শ এবং চাল ছিল ভক্তদের জন্য এক উদযাপন।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর এটি ছিল নেইমারের প্রথম ম্যাচ। শুরু থেকেই তিনি জানান—এই দলেই তার হৃদয়। গোল করা, খেলা নিয়ন্ত্রণ করা আর ভক্তদের মাতানো তারই ধরন।
নেইমারের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন গিলহেরমে, যিনি এবার সান্তোসের সর্বোচ্চ গোলদাতা (১৩ গোল)। দুইজনের মধ্যে এক নতুন আগুন ছড়িয়েছে মাঠে।
বৃষ্টি সত্ত্বেও স্ট্যান্ড ভর্তি ছিল উন্মুখ দর্শক নিয়ে, যারা পেয়েছেন এক অনন্য ফুটবল সন্ধ্যা—গোল, নাটমেগ এবং নেইমারের মায়াময় ছোঁয়া।
আগামী ১৬ জুলাই সান্তোস মুখোমুখি হবে ফ্লামেঙ্গোর, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। অপরদিকে, দেসপোর্তিভার সামনে রয়েছে ১৩ জুলাই রিও ব্রাঙ্কোর বিপক্ষে কোপা এসপিরিতু সান্তোর কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচ।
ভোরের আকাশ//হ.র