স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০৬:৩০ এএম
৪০০ রানের রেকর্ড ভাঙতে অনীহা মুল্ডারের, মুখ খুললেন ব্রায়ান লারা
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার টেস্টে অপরাজিত ৩৬৭ রান করেই ইনিংস ঘোষণা করে বিশ্ব ক্রিকেটে আলোচনার জন্ম দেন। ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ পেলে সেটা না করার কারণও তিনি প্রকাশ করেছিলেন। তবে লারা বলছেন, মুল্ডারকে অবশ্যই নিজের খেলার ধরন কাজে লাগিয়ে রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল।
দক্ষিণ আফ্রিকার প্রোটিয়া তারকা মুল্ডারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের কথা উল্লেখ করে লারা সংবাদমাধ্যম সুপারস্পোর্টসকে বলেন, “আমি নিজস্ব লিগ্যাসি তৈরি করেছি এবং সে অনুযায়ীই এগোতে হবে। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। আশা করি, মুল্ডার যদি সুযোগ পায়, আমার চেয়েও বড় স্কোর করবে।”
গত ৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে খেলায় মুল্ডার ৩৬৭ রান করে ইনিংস ঘোষণা করেন, যা একদিকে বিস্ময় সৃষ্টি করলেও অন্যদিকে ক্রিকেট ভক্তদের মধ্যে কিছুটা হতাশাও হয়। কারণ লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার জন্য মাত্র ৩৩ রান প্রয়োজন ছিল। সেই সময় প্রোটিয়া দলের রান ছিল ৬২৬/৫।
মুল্ডার ইনিংস ঘোষণা করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “আমার মনে হয়েছিল আমরা যথেষ্ট রান পেয়েছি এবং বল করা দরকার। ব্রায়ান লারা একজন কিংবদন্তি, তার রেকর্ড থাকা উচিত।”
তিনি আরও জানান, কোচ শুকরি কনরাডের সঙ্গেও আলোচনা হয়েছে এবং কোচ বলেছেন, “কিংবদন্তির রেকর্ড যেন বজায় থাকে।” মুল্ডার বলেন, “আমি মনে করি লারার কাছেই এই রেকর্ড থাকা উচিত।”
অন্যদিকে, ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল মুল্ডারের এই সিদ্ধান্ত পছন্দ করেননি। একটি রেডিও শোতে গেইল বলেন, “সে ভয় পেয়ে ভুল করেছে। ৩৬৭ রানে ইনিংস ঘোষণা করে সে লারাকে সম্মান দেখানোর কথা বলেছে, কিন্তু টেস্টে ৪০০ রান করার সুযোগ জীবনে একবারই আসে। সেটি হারানো হত।”
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম কোনো ব্যাটার হিসেবে ৪০০ রান করে লারা ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেন, যা এখনও অক্ষুণ্ণ।
ভোরের আকাশ//হ.র