এমবাপ্পের জোড়া গোলে শেষ রক্ষা রিয়াল মাদ্রিদ
অতি গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়ে লা লিগায় শিরোপা লড়াইটা জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে কোন মতে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (৪ মে) ৩ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে ফিরিয়ে আনল মাদ্রিদের দলটি।
ম্যাচের ৩৩মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন গিলার। এরপর ৩৯ মিনিটে ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপ্পে। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে। এমন অবস্থায় বড় জয়ের স্বপ্নই দেখছিল রিয়াল মাদ্রিদ।
তবে বড় জয়ের আশা তো দূরে থাক, ৭ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে ম্যাচ থেকে প্রায় ছিটকেই যাচ্ছিল রিয়াল। তবে কোনোমতে শেষ রক্ষা পায় আনচেলত্তির দল। ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। ৪৮তম মিনিটে গিলেরের রক্ষণ চেরা পাস পেয়ে বাম পায়ের আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। এই গোলে রিয়ালের হয়ে অভিষেকে সর্বোচ্চ গোলের কীর্তির আরও কাছে পৌঁছে গেলেন এমবাপ্পে। ১৯৯২-৯৩ মৌসুমে ইউরোপের সফলতম দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৭ গোল করেছিলেন ইভান জামোরানো। ৫২ ম্যাচে এমবাপ্পের গোল হলো ৩৬টি।
স্বস্তির এই জয়ের পর ৩৪ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভাঙা মনোবল নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে ব্যর্থ পারফরম্যান্সের কারণে নিজের খেলা নিয়ে সন্তুষ্ট না হলেও তিনি জানাচ্ছেন, দলের প্রয়োজনীয় অবদান রাখতে চান আগামীতেও।শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, “আমি মনে করি না আমি ভালো খেলেছি। কারণ যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আমি সেই সময় ঠিকঠাক খেলতে পারিনি। যদি পারতাম, তাহলে বলতে পারতাম, ‘হ্যাঁ, আমি ভালো খেলেছি।’”প্রথম ম্যাচে তানজিদ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। তবে হঠাৎ এক রান আউটে ভেঙে যায় সেই জুটি, যা ম্যাচের বড় মোড় ছিল বলে মনে করেন তানজিদ। তিনি বলেন, “ওই রান আউটটা দুর্ভাগ্যের ব্যাপার ছিল। যদি আরও ৩০-৪০ রান যোগ করতে পারতাম, ম্যাচটা সহজ হয়ে যেত।”উইকেটের আচরণ নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন তানজিদ। তার মতে, “এ ধরনের উইকেটে সবচেয়ে প্রয়োজন যারা থিতু থাকবে, তাদের লম্বা ইনিংস খেলা খুব জরুরি। আমাদের জুটি টিকে থাকলে পরবর্তী ব্যাটারদের জন্য কাজ সহজ হত।”দলের মধ্যে প্রথম ম্যাচের ভুল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কোচের নির্দেশনা অনুযায়ী, এই ধরনের উইকেটে বিশেষ করে হাসারাঙ্গা মতো স্পিনারের বিপক্ষে বাঁহাতি ব্যাটারদের ভালো করতে হবে বলে দলের সঙ্গে কাজ চলছে।তানজিদ যোগ করেন, “বোলিংয়ের শুরু এবং শেষের পারফরম্যান্স ভালো ছিল, ফিল্ডিংও ভাল ছিল, তবে ব্যাটিং ধস ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। আশা করি, পরবর্তী ম্যাচে এরকম ধস আর হবে না।”ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে তানজিদ বলেন, “প্রতিটি ম্যাচেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। আগামী ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন লক্ষ্য হলো সিরিজে টিকে থাকতে জয় পাওয়া।”তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচের হারের পর বাকি দুই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে উঠেছে। তরুণ ব্যাটার তানজিদ হাসান ও তামিম ইকবালের মতো খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা থাকলে সিরিজে ফিরে আসার আশা জাগতে পারে টাইগার সমর্থকদের মধ্যে।ভোরের আকাশ//হ.র
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আবারো জায়গা পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।নাজমুল হোসেন শান্ত দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে খারাপ পারফরম্যান্সের কারণে বছরের শুরুতেই অধিনায়কত্ব থেকে সরে এসেছিলেন। তার স্থলে নেতৃত্বে নিয়োজিত হয়েছেন লিটন দাস, যিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নাজমুলের শেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না থাকায় এবার দলে সুযোগ হয়নি তার।এছাড়া দলে নেই সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম ও সাইফউদ্দিনের পাশাপাশি চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও। তবে তাসকিনকে সব ম্যাচ খেলানো হবে না। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, আর পেসার হিসেবে রয়েছেন শরীফুল ইসলাম।মোহাম্মদ নাঈম দীর্ঘ বিরতির পর ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন। এবার জাতীয় দলে ফেরার পাশাপাশি ওয়ানডে স্কোয়াডেও তিনি আছেন। মোহাম্মদ সাইফউদ্দিন সর্বশেষ ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন।নাঈম ও সাইফউদ্দিনের দলে প্রত্যাবর্তন স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা। বিশ্বকাপের আগে এই সিরিজে তাদের পারফরম্যান্স বিশেষভাবে নজর রাখা হবে।শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। লিটন দাসের নেতৃত্বে নতুন করে সাজানো এই দল কতটা সফল হবে তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে রয়েছে।বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।দলে ফিরেছেন: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।বাদ পড়েছেন: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ।ভোরের আকাশ//হ.র
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচে দলের সঙ্গে থাকবেন না হেড কোচ ফিল সিমন্স।লন্ডনে চিকিৎসকদের সঙ্গে পূর্বনির্ধারিত এক মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। তাই শুক্রবার (৪ জুলাই) শ্রীলঙ্কা ছাড়ছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।তিনি বলেন, ফিল সিমন্স ব্যক্তিগত কারণে দু’দিনের জন্য যাচ্ছেন। ফেব্রুয়ারিতে তার একবার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির কারণে তা সম্ভব হয়নি। এবারও তিনি চেষ্টা করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে, কিন্তু সেটি আর পরিবর্তন সম্ভব হয়নি। সফরের আগে থেকেই তিনি বোর্ডকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। জানা গেছে, আগামী ৭ জুলাই শ্রীলঙ্কায় দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন সিমন্স। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি ডাগআউটে থাকবেন। এরপর বাংলাদেশের সামনে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।ভোরের আকাশ/আজাসা
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। আড়াইশোর নিচে স্বাগতিকদের অলআউট করার পরও জয়ের পথে ছন্দপতনের কারণে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। এই ব্যর্থতার পর দলের মানসিকতা ও ব্যাটিংয়ে দায়িত্ববোধ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।প্রথম ম্যাচে দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ৪৯.৩ ওভারে ২৪৪ রানেই থেমে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেটে ১০০ রান তুলে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছিল বাংলাদেশ। তবে এরপরই ঘটে নাটকীয় বিপর্যয়—১০০ থেকে ১০৫ রানেই পড়েছে ৭ উইকেট। অর্থাৎ, মাত্র ৫ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ছয় ব্যাটার। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভারে ১৬৭ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।এমন ব্যাটিং বিপর্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের ওপর। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ব্যাটারদের মানসিকতা নিয়েই কাজ করতে হবে।দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল বলেন,“একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব। কিন্তু শান্ত রানআউট হয়ে যাওয়ার পর মনে হয়েছে সেট হয়ে যাওয়া ব্যাটারের এইভাবে আউট হওয়া দলের জন্য বড় ক্ষতি। এই ধরনের উইকেটে নতুন ব্যাটারদের পক্ষে সেট হয়ে রান তাড়া করা কঠিন। তাই ব্যাটারদের যেভাবে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত ছিল, সেটির ঘাটতি ছিল বলেই মনে হচ্ছে।”প্রসঙ্গত, এই হারের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা।ভোরের আকাশ//হ.র