স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:২৩ এএম
ফিফা র্যাঙ্কিংয়ে জামালদের ধাক্কা, এক ধাপ নেমেছে বাংলাদেশ
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বৃহস্পতিবার জাতীয় পুরুষ ফুটবল দলের সাম্প্রতিক র্যাংকিং প্রকাশ করেছে। এতে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল এক ধাপ নেমে ১৮৩ থেকে ১৮৪ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশ জাতীয় দল জুন উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছিল। প্রথমে ভুটানকে ২-০ গোলে হারিয়ে জয় উদযাপন করলেও, এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে ১-২ গোলে হেরেছে সিঙ্গাপুরের কাছে। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হত, কিন্তু পরাজয়ে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।
ফুটবলপ্রেমীদের কাছে বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচ ছিল অত্যন্ত প্রত্যাশিত। ঘরের মাঠে সবাই জয়ের অপেক্ষায় ছিল, কিন্তু সফরকারী দল সিঙ্গাপুর ২-১ গোলের ব্যবধানে জয়ী হয়ে বাংলাদেশকে হতাশ করেছে। এই হারের জন্য দেশের সাবেক তারকা ফুটবলার এবং শীর্ষস্থানীয় কোচরা স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরোর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। তার পরেই অবস্থান স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিলের। ইউরোপীয় ফুটবলের জনপ্রিয় টুর্নামেন্ট উয়েফা নেশনস কাপের চ্যাম্পিয়ন পর্তুগাল এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে। নেদারল্যান্ডস সাতে নেমেছে, বেলজিয়াম রয়েছে আটে। এছাড়া জার্মানি ও ক্রোয়েশিয়া যথাক্রমে নয় ও দশ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশের ফুটবলের জন্য এখন সময় প্রয়োজন আরও ভালো পরিকল্পনা এবং ফলাফল এনে দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করার।
ভোরের আকাশ//হ.র