স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ০৯:৪৬ এএম
ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা
বরুসিয়া ডর্টমুন্ডকে কোনও রকম পাত্তা দিলো না বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো তারা। রবার্ট লেভানডোভস্কি তার পুরানো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে কাতালানদের দাপুটে অবস্থানে রাখলেন। ট্রেবলের খোঁজে থাকা বার্সা প্রথম থেকে প্রবল প্রভাব ধরে রাখে। ২৫তম মিনিটে রাফিনহার স্ট্রাইকে লিড নেয় তারা। ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেলের কয়েকটি সেভ প্রথমার্ধের বাকি সময়ে বার্সাকে হতাশ করে।
বুধবার (৯ এপ্রিল) বার্সেলোনা মাঠে খেলার শুরু থেকেই বার্সেলোনা ছিল দারুণ ছন্দে। কিন্তু একটু এদিক ওদিক হলে বার্সার পক্ষে সংখ্যাটা আরও বড়ও হতে পারত। ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ২০১৬ সালে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ। সেটি ছাড়িয়ে এবার ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি গড়লেন ফ্লিক।
বার্সার জয়ে আজ গোল করেছেন আক্রমণভাগের তিন তারকার প্রত্যেকেই। রবার্ট লেভানডফস্কি করেছেন জোড়া গোল। আর একটি করে গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। ম্যাচের ২৫তম মিনিটে রাফিনহার স্ট্রাইকে লিড নেয় তারা। ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেলের কয়েকটি সেভ প্রথমার্ধের বাকি সময়ে বার্সাকে হতাশ করে।
পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০১৫ সালে। সেমিফাইনালে উঠলে তারা মুখোমুখি হবে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের। ম্যাচ শেষে চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানডোভস্কি বলেছেন, আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। সেখানেও (জার্মানি) আমরা তেমনই চাই এব আমরাই জিতবো।
ভোরের আকাশ/এসএইচ