লাইফ সাপোর্টে তামিম ইকবাল

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ সপ্তাহ আগে

আপডেট : ১ সপ্তাহ আগে

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। ফলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় আইসিইউতে। অবস্থা সংকটাপন্ন হওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিমকে। তার বিষয়ে ডাক্তাররাও কোনো কিছু আপাতত নিশ্চয়তা দিতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তামিমকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল। কিন্তু তার অবস্থা খুবই বাজে (খারাপ) ছিল, হেলিকপ্টারে তোলা সম্ভব হয়নি। এ জন্য পাশের হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এদিকে, তামিমকে দেখতে ফজিলাতুন্নেছা হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে বিসিবির জরুরি বোর্ড মিটিং। আজ দুপুর ১২টায় এই মিটিং হওয়ার কথা ছিল।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তামিম

এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তামিম

ভুটান লীগে উড়ে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

ভুটান লীগে উড়ে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি

দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি

রোনালদোর ছেলের জন্য পাঁচ দেশের দরজা খোলা

রোনালদোর ছেলের জন্য পাঁচ দেশের দরজা খোলা

মন্তব্য করুন