× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা জয়ের উচ্ছ্বাসে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫ ১০:১৩ এএম

শিরোপা জয়ের উচ্ছ্বাসে ইয়ামাল

শিরোপা জয়ের উচ্ছ্বাসে ইয়ামাল

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই চার গোল করে জবাব দিল বার্সেলোনা। আরেকটি ক্লাসিকো জিতে লিগ শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে দারুণ উচ্ছ্বসিত ইয়ামাল।

ঘরের মাঠে রবিবার (১১ মে) লা লিগার রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারায় হান্সি ফ্লিকের দল। এবারের মৌসুমে চার ক্লাসিকোর সবকটিতে জিতল কাতালান দলটি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। লিগ শিরোপা পুনরুদ্ধার করতে শেষ তিন ম্যাচে তাদের প্রয়োজন একটি জয়।

প্রথম ১৪ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপ্পের দুই গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সেই ধাক্কা সামলে ১৯ থেকে ৪৫ মিনিটের মধ্যে চার গোল করে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করলেও, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

ম্যাচ শেষে ইয়ামালের কণ্ঠে ফুটে উঠল উচ্ছ্বাস। তিনি জানান, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এবং আমরা ঘরের মাঠে আমাদের নিজেদের সমর্থকদের সামনে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। আমরা কিছু সময়ে ভুগেছি, তবে আমাদের লিড বাড়ানোর জন্য পরিষ্কার সুযোগ ছিল।’

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয়ভাবে ৪-৩ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় বার্সেলোনা। ম্যাচের পর ইয়ামালের চোখে দেখা যায় জল। পরে আগামী মৌসুমে সেরা রূপে ফিরে আসার প্রতিজ্ঞার কথা বলেন তিনি।

আবারও একই কথা বললেন দারুণ ছন্দে থাকা তরুণ এই স্প্যানিশ উইঙ্গার। আপাতত লিগ শিরোপা জয়ের দিকে সব মনোযোগ তার। তিনি জানান, ‘কাম্প নউয়ে (সংস্কার কাজ চলছে) খেলার জন্য আমার তর সইছে না। এই মুহূর্তে (অলিম্পিক স্টেডিয়ামে) এই সমর্থকদের সামনে খেলাটা দারুণ। আমরা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করব, তবে এই ম্যাচটি জিতে শিরোপার কাছাকাছি যেতে পেরে আমরা আনন্দিত।’

শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার এস্পানিওলের মাঠে খেলবে বার্সেলোনা।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট

আইপিএলের বাকি অংশের নতুন সূচি প্রকাশ

আইপিএলের বাকি অংশের নতুন সূচি প্রকাশ

মাঠে ফিরছে আইপিএল, প্রস্তুত তিনটি বিকল্প সূচি

মাঠে ফিরছে আইপিএল, প্রস্তুত তিনটি বিকল্প সূচি

রোহিতের পথ ধরে কোহলিও অবসরে

রোহিতের পথ ধরে কোহলিও অবসরে

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট