১৮ হাজার টাকার চাকরি ছেড়ে এখন প্রতিদিন আয় ২৬ হাজার, ক্রিকেটেই জীবনের মোড় ঘুরিয়েছেন বরুণ
ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা ছিল না বরুণ চক্রবর্তীর। পড়াশোনা শেষে তিনি চাকরি করতেন, এমনকি সিনেমাজগতেও কাজ করেছেন। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে এসেছে ক্রিকেটে—যেখানে তাঁর আয় বেড়েছে প্রায় ৪২০০ শতাংশ!
ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো-তে নিজের অতীত জীবনের গল্প শেয়ার করেছেন আইপিএলে কেকেআরের হয়ে খেলা বরুণ। তিনি জানান, “কলেজ শেষ করে দেড় বছর চাকরি করেছি। শুরুতে মাসে ১৪ হাজার, ছাড়ার সময় ১৮ হাজার রুপি পেতাম।”
এরপর তিনি গিটার শেখা শুরু করেন, তবে সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। এরপর অভিনয়জগতে পা রাখেন। কয়েকটি ছবিতে জুনিয়র আর্টিস্টের কাজ এবং কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন। দিনে ৬০০ টাকা আয় হতো তাঁর তখন।
বরুণ বলেন, “অভিনয়ে বেশি আয় ছিল না। তবে তখন শুধু শখের বশে টেনিস বলে ক্রিকেট খেলতাম। সেখান থেকেই ধীরে ধীরে সুযোগ আসে প্রফেশনাল ক্রিকেটে।”
ক্রিকেটে বরুণের উত্থান শুরু আইপিএল দিয়ে, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে যোগ দেওয়ার পর থেকে। সেখান থেকে সুযোগ পান জাতীয় দলে—ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন, জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও।
বর্তমানে তাঁর বেতন কত? এই প্রশ্নের জবাবে বরুণ জানান, “দৈনিক হিসেবে এখন আমার আয় প্রায় ২৬ হাজার টাকা।” অশ্বিন হেসে বলেন, “তবে তো তোমার আয় বেড়েছে ৪২০০ শতাংশ!”
অভিনয় আর চাকরি পেরিয়ে ক্রিকেট—বরুণ চক্রবর্তীর জীবন এখন অনেক তরুণের অনুপ্রেরণা।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা ছিল না বরুণ চক্রবর্তীর। পড়াশোনা শেষে তিনি চাকরি করতেন, এমনকি সিনেমাজগতেও কাজ করেছেন। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে এসেছে ক্রিকেটে—যেখানে তাঁর আয় বেড়েছে প্রায় ৪২০০ শতাংশ!ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো-তে নিজের অতীত জীবনের গল্প শেয়ার করেছেন আইপিএলে কেকেআরের হয়ে খেলা বরুণ। তিনি জানান, “কলেজ শেষ করে দেড় বছর চাকরি করেছি। শুরুতে মাসে ১৪ হাজার, ছাড়ার সময় ১৮ হাজার রুপি পেতাম।”এরপর তিনি গিটার শেখা শুরু করেন, তবে সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। এরপর অভিনয়জগতে পা রাখেন। কয়েকটি ছবিতে জুনিয়র আর্টিস্টের কাজ এবং কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন। দিনে ৬০০ টাকা আয় হতো তাঁর তখন।বরুণ বলেন, “অভিনয়ে বেশি আয় ছিল না। তবে তখন শুধু শখের বশে টেনিস বলে ক্রিকেট খেলতাম। সেখান থেকেই ধীরে ধীরে সুযোগ আসে প্রফেশনাল ক্রিকেটে।”ক্রিকেটে বরুণের উত্থান শুরু আইপিএল দিয়ে, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে যোগ দেওয়ার পর থেকে। সেখান থেকে সুযোগ পান জাতীয় দলে—ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন, জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও।বর্তমানে তাঁর বেতন কত? এই প্রশ্নের জবাবে বরুণ জানান, “দৈনিক হিসেবে এখন আমার আয় প্রায় ২৬ হাজার টাকা।” অশ্বিন হেসে বলেন, “তবে তো তোমার আয় বেড়েছে ৪২০০ শতাংশ!”অভিনয় আর চাকরি পেরিয়ে ক্রিকেট—বরুণ চক্রবর্তীর জীবন এখন অনেক তরুণের অনুপ্রেরণা।ভোরের আকাশ//হ.র
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হতে আবেদন করেছে 'নোয়াখালী রয়্যালস'। দলটির মালিকানা চায় শায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান।সোমবার (৩০ জুন) বিসিবিতে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেয় প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, বিপিএলের সকল নিয়মনীতি মেনে তারা এবারের আসরে অংশ নিতে প্রস্তুত।শায়ান্স গ্লোবালের প্রতিনিধি বাদল বলেন,“বিসিবির একটি বোর্ড মিটিং আছে। সেখানে সিদ্ধান্ত হবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেয়া হবে কি না। আমরা আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। প্রাথমিকভাবে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রয়েছে। আশা করছি, বিসিবি আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ হবে।”এর আগে ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর এক চিঠিতে শায়ান্স গ্লোবাল জানায়, বিপিএলে অংশগ্রহণের পাশাপাশি তারা নোয়াখালী অঞ্চলের ক্রিকেট উন্নয়নেও কাজ করতে চায়।এখন দেখার বিষয়, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তে নতুন এই ফ্র্যাঞ্চাইজির স্বপ্ন বাস্তবায়ন হয় কি না।ভোরের আকাশ//হ.র
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের মুখোমুখি হওয়ার আগে শক্তি বাড়াতে যাচ্ছে চেলসি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে দলে টানতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি এমনটাই জানিয়েছে মার্কিন ক্রীড়া দৈনিক ‘দ্য অ্যাথলেটিক’।খবরে বলা হয়েছে, প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড (৬৯ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে এবং মেডিকেল পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন পেদ্রো। মেডিকেল শেষ হলে চেলসি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।দুই বছর আগে ওয়াটফোর্ড থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে ব্রাইটনে যোগ দেওয়া পেদ্রো ক্লাবটির হয়ে ৭০ ম্যাচে ৩০ গোল করেছেন।এদিকে, ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে অংশ নেওয়া দলগুলোকে নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য আগামী ৩ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ফিফা। ফলে পেদ্রোকে স্কোয়াডে রাখার সুযোগ পাচ্ছে চেলসি।ভোরের আকাশ/এসএইচ
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি নুরুল হাসান সোহানের। যদিও সিরিজকে সামনে রেখে দলে তার অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল জোরালো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন লিটন দাস।এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “সোহান আমাদের বিবেচনায় রয়েছে। কিন্তু একই দলে একাধিক উইকেটকিপার নেওয়ার সুযোগ নেই। শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। তখন তিনি একটু খারাপ সময় পার করছিলেন। তবে আমরা জানি, ফর্মে থাকলে তিনি আমাদের সেরা ফিনিশারদের একজন।”রোববার (২৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দল থেকে বাদ পড়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সোহান। তিনি বলেন,“আমি আগেও বলেছি, জাতীয় দলে খেলাটা আমার লক্ষ্য। কিন্তু আমি জানি, এটা অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করে। আমার কাজ হলো পারফর্ম করা। আমি এমন কিছু বলতে চাই না যাতে অন্য কেউ অসম্মানিত হন। নির্বাচনের সিদ্ধান্ত আমার হাতে নেই। আমি শুধু চেষ্টা করি যেন নিয়মিত ভালো পারফরম্যান্স করতে পারি।”“ভালো-মন্দ সময় আসতেই পারে। তবে যখন ভালো সময় আসবে, তখন সেই মোমেন্টাম ধরে রাখতে পারলে ক্যারিয়ারটা আরও বড় হবে। অফফর্ম থাকাটাও একজন ক্রিকেটারের জীবনের অংশ। আমি আমার রিজিক ও আল্লাহর ওপর বিশ্বাস রাখি।”সোহানের ভাষ্যে স্পষ্ট, হতাশা নয়—আস্থা ও ইতিবাচক মানসিকতাই তার এগিয়ে যাওয়ার পাথেয়। জাতীয় দলে ফিরতে নিজের জায়গা থেকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।ভোরের আকাশ//হ.র