স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ০২:২৪ এএম
২০২৬ বিশ্বকাপে নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি
ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনও মাঠে নামেননি নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে না থাকায় গুঞ্জন উঠেছিল—আসন্ন ২০২৬ বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। তবে সেই অনিশ্চয়তার জট খুললেন খোদ কোচ আনচেলত্তি নিজেই। জানালেন, নেইমার তার পরিকল্পনায় রয়েছেন, এবং তিনি বিশ্বাস করেন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই তারকা ফরোয়ার্ড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার। তাকে ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং সেই সময়টুকু তার হাতে রয়েছে। নেইমারের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। আমরা বিশ্বাস করি, সে বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারবে।”
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ইতোমধ্যে কনমেবল অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ফলে এখন দল গোছানোর কাজ চলছে পুরোদমে। আনচেলত্তির অধীনে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার পথে নেইমার যদি নিজেকে প্রস্তুত রাখতে পারেন, তাহলে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যেতে পারে তাকে।
৩২ বছর বয়সী এই ফুটবলার শেষবার জাতীয় দলের জার্সি পরেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচেই গুরুতর ইনজুরির শিকার হন তিনি। এরপরই সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে তার চুক্তি বাতিল হয়। সাম্প্রতিক সময়ে তিনি নিজ দেশের ক্লাব স্যান্টোসের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তিনি ২০২৫ সাল পর্যন্ত খেলবেন।
চলতি বছরের সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে ব্রাজিলের। সবকিছু ঠিক থাকলে সেসব ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের।
উল্লেখ্য, এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২৮টি ম্যাচে ৭৯টি গোল করেছেন নেইমার, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ।
ভোরের আকাশ//হ.র