ফিফার সেপ্টেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে আবারও শুরু হচ্ছে ফুটবল উন্মাদনা। দক্ষিণ আমেরিকার ফুটবল মানেই উত্তেজনার আগুন, আর সেই আগুন দ্বিগুণ হয় ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তি একসঙ্গে মাঠে নামলে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে এই দুই দল।বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এক ঘণ্টা পর সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে সেলেসাওরা।ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবুও দুই দলের জন্যই ম্যাচটি বিশেষ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই তাদের শেষ ম্যাচ। শোনা যাচ্ছে, আসন্ন বিশ্বকাপের পরই বিদায় নেবেন লিওনেল মেসি। ফলে ঘরের মাঠে এটি হতে পারে তার শেষ ম্যাচ। মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনার স্টেডিয়ামে থাকছে বিশেষ আয়োজন, আর আলবিসেলেস্তেরা চাইছে জয়ের মাধ্যমে কিংবদন্তিকে সম্মান জানাতে।অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নামবে ভেনেজুয়েলা। বর্তমানে তারা দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের সপ্তম স্থানে, ঠিক পেছনেই আছে বলিভিয়া। তাই পয়েন্টের সমীকরণ মেলাতে ভেনেজুয়েলার জন্য জয় ছাড়া বিকল্প নেই। তবে পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়ে ২৩ বার জিতেছে আর্জেন্টিনা, ভেনেজুয়েলার জয় মাত্র দুটি।এদিকে, ব্রাজিলের জন্য ম্যাচটি আরও তাৎপর্যপূর্ণ। মারাকানায় প্রথমবার ডাগআউটে দাঁড়াবেন কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়েছিলেন, এ স্টেডিয়ামে বসার জন্য মুখিয়ে আছেন। এবার তিনি জয় দিয়েই শুরু করতে চান।তবে বড় চমক রেখেছেন আনচেলত্তি। দল ঘোষণায় জায়গা পাননি নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো তারকারা। তাদের ছাড়াই চিলির বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা।পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষে। দুই দলের ২৬টি মুখোমুখি লড়াইয়ের মধ্যে ব্রাজিল জিতেছে ২১ ম্যাচে, চিলি জিতেছে মাত্র দুইবার। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। ২০২৪ সালের সর্বশেষ ম্যাচে চিলিকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে—একটি জয় ও একটি ড্র। তাই সেলেসাওদের ছন্দ ফেরানো এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধারের বড় পরীক্ষা হতে যাচ্ছে এ ম্যাচ। ভোরের আকাশ/হ.র
০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ এএম
জাতীয় দলে ফিরছেন নেইমার!
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর তার আর জাতীয় দলে ফেরা হয়নি। সর্বশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। যার ব্যাখ্যায় তিনি তখনও পুরোপুরি ফিট নন বলে জানান। অবশেষে ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার!ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি সান্তোস স্ট্রাইকার নেইমারকে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যা ফিফার কাছে পাঠাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নেইমার বর্তমানে ক্লাবের জার্সিতে ভালো অবস্থায় আছেন। ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় থাকতে পারেন সান্তোস তারকা।লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ বাকী আছে ব্রাজিলের। যেখানে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে সেলেসাওরা। কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা।আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ২৫ আগস্ট স্কোয়াড ঘোষণা করতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে ইতোমধ্যে ব্রাজিল দুটি বাছাইয়ের ম্যাচ খেলেছে। গত জুনে অনুষ্ঠিত সেসব ম্যাচের মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা।ভোরের আকাশ/এসএইচ
নারী কোপা আমেরিকার ফাইনালে দর্শকদের টাকা উশুল করে দিয়েছে ব্রাজিল ও কলম্বিয়া।ম্যাচের পুরোটা সময় জুড়েই ছিল চরম উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। বারবার পিছিয়ে পড়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাই যেনও দেখালো সেলেসাওরা। সেই সঙ্গে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে কলম্বিয়াকে হতাশ করে টানা পঞ্চম শিরোপা ঘরে তুলেছে ব্রাজিলিয়ান মেয়েরা।শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে ইকুয়েডরের কুইটো শহরের রোদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে এই ম্যাচে কলম্বিয়া তিনবার লিড নেয়, তবে প্রতিবারই ব্রাজিল সমতা ফিরিয়ে আনে। ব্রাজিলের কিংবদন্তি মার্তা শেষ মুহূর্তে গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যান। ম্যাচের মূল সময়ের খেলা শেষ হয় ৪-৪ সমতায়। এরপর টাইব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারায় ব্রাজিল।এদিন ম্যাচের ২৫ মিনিটে লিড নেয় কলম্বিয়া। লিন্ডা কাইসেডো এক চমৎকার পাসিং মুভ শেষ করে কাছ থেকে নিখুঁত শটে গোল করে লিড এনে দেন। ব্রাজিল প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ১-১ সমতা ফেরায়। পেনাল্টি থেকে গোল করেন অ্যাঞ্জেলিনা।৬৯ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে দুর্ঘটনাবশত আত্মঘাতী গোল করলে কলম্বিয়া আবারও এগিয়ে যায়। তারসিয়ানে সাধারণ একটি ব্যাকপাস দেন। কিন্তু গোলকিপার লোরেনা বল ধরতে আগে থেকেই এগিয়ে আসায় সেটি গোল হয়ে যায়।৮০ মিনিটে গারবেলিনির পাস থেকে গুটিয়ারেস একটি দুর্দান্ত শটে গোল করে আবারও ব্রাজিলকে সমতায় ফেরান (২-২)। কিন্তু এরপর মাত্র ৮ মিনিটের ব্যবধানে কলম্বিয়ার মায়রা রামিরেজ তৃতীয়বারের মতো লিড এনে দেন।কলম্বিয়া যখন তাদের প্রথম মহাদেশীয় শিরোপার একেবারে কাছাকাছি, তখন বদলি হিসেবে নামা ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও সমতা ফেরান (৩-৩)।১০৫ মিনিটে অ্যাঞ্জেলিনার একটি নিখুঁত ক্রস থেকে মার্তা আবারও গোল করেন। কিন্তু ১১৫ মিনিটে কলম্বিয়ার লেইসি সান্তোস চমৎকার ফ্রি-কিকে স্কোরলাইন ৪-৪ করে দেন। এতে খেলা গড়াই টাইব্রেকারে।সেখানেও ছিল উত্তেজনার ছোঁয়া। ব্রাজিলের অ্যাঞ্জেলিনা প্রথমে মিস করলে কলম্বিয়া এগিয়ে যায়। কিন্তু পরে মানুয়েলা পাভি ব্যর্থ হন এবং গোলকিপার লোরেনা লেইসি সান্তোসের শট ঠেকিয়ে দেন, ফলে ব্রাজিল আবারও সুবিধাজনক অবস্থানে চলে যায়।মার্তার কাছে ছিল ম্যাচ জেতানোর সুযোগ। কিন্তু ক্যাথরিন তাপিয়া তার শট রুখে দিলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে ক্যারাবালির মিস কলম্বিয়ার শিরোপা স্বপ্ন ভেঙে দেয়। নারী কোপা আমেরিকায় ১০টি আসরের মধ্যে ৯টিতেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিলিয়ান মেয়েরা। ২০০৬ সালে ব্রাজিলকে হারিয়ে কেবল একবার এই শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এটি ছিল টানা পঞ্চম শিরোপা জয়।ভোরের আকাশ/তাকা
০৪ আগস্ট ২০২৫ ১১:৪১ এএম
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্যারিসভিত্তিক সংবাদমাধ্যম এএফপি।বুধবার (৩০ জুলাই) হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়াল। হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়, ব্রাজিল সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমন–পীড়ন, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তার হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এগুলো ব্রাজিলে আইনের শাসনকে দুর্বল করে দিয়েছে।ঘোষণায় আরও উল্লেখ করা হয়, ব্রাজিলের অস্বাভাবিক ও ব্যতিক্রমী নীতি ও পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, মার্কিন নাগরিকদের মতপ্রকাশের অধিকার, মার্কিন পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ক্ষতি করছে। ঘোষণায় বলসোনারোর বিচারে যুক্ত ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে মোরায়েসের নামও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
৩১ জুলাই ২০২৫ ০৮:২৪ এএম
ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের দণ্ড
কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি তাকে প্রায় ৩ লাখ ৮৬ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট কোটি টাকার বেশি জরিমানাও গুণতে হবে।মামলার বিবরণীতে বলা হয়, আনচেলত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে নিজের আয় থেকে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দেন।তবে, এই দণ্ড কার্যকর হলেও তাকে জেলে যেতে হবে না। স্পেনের প্রচলিত আইনে এক বছরের কম সাজার ক্ষেত্রে এবং যদি ব্যক্তি আগে অপরাধ না করে থাকেন, তবে তা স্থগিত রাখা যায়।আদালতে আনচেলত্তি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তিনি প্রতারণা করেননি। বরং আর্থিক বিষয়গুলো তার আর্থিক পরামর্শকদের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে যে বেতন প্রস্তাব পেয়েছিলেন, তা 'নেট' হিসেবে বিবেচনা করেছিলেন এবং কর কাঠামো নিয়ে আলাদা করে চিন্তা করেননি।এর আগে, আদালতে আনচেলত্তির আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। তবে প্রসিকিউশন তার জন্য প্রায় পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার দাবি জানায়।বর্তমানে ৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২1 সালের ডিসেম্বরে পুরোনো করের সব পাওনা পরিশোধ করে দেন। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান। ভোরের আকাশ/হ.র
১০ জুলাই ২০২৫ ০৫:৪৬ এএম
২০২৬ বিশ্বকাপে নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি
ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনও মাঠে নামেননি নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে না থাকায় গুঞ্জন উঠেছিল—আসন্ন ২০২৬ বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। তবে সেই অনিশ্চয়তার জট খুললেন খোদ কোচ আনচেলত্তি নিজেই। জানালেন, নেইমার তার পরিকল্পনায় রয়েছেন, এবং তিনি বিশ্বাস করেন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই তারকা ফরোয়ার্ড।সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার। তাকে ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং সেই সময়টুকু তার হাতে রয়েছে। নেইমারের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। আমরা বিশ্বাস করি, সে বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারবে।”পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ইতোমধ্যে কনমেবল অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ফলে এখন দল গোছানোর কাজ চলছে পুরোদমে। আনচেলত্তির অধীনে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার পথে নেইমার যদি নিজেকে প্রস্তুত রাখতে পারেন, তাহলে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যেতে পারে তাকে।৩২ বছর বয়সী এই ফুটবলার শেষবার জাতীয় দলের জার্সি পরেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচেই গুরুতর ইনজুরির শিকার হন তিনি। এরপরই সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে তার চুক্তি বাতিল হয়। সাম্প্রতিক সময়ে তিনি নিজ দেশের ক্লাব স্যান্টোসের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তিনি ২০২৫ সাল পর্যন্ত খেলবেন।চলতি বছরের সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে ব্রাজিলের। সবকিছু ঠিক থাকলে সেসব ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের।উল্লেখ্য, এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২৮টি ম্যাচে ৭৯টি গোল করেছেন নেইমার, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ।ভোরের আকাশ//হ.র
২৯ জুন ২০২৫ ০২:২৪ এএম
মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠক করেছেন।মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এর আগে, সোমবার (১৬ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুন ২০২৫ ০১:৪৩ পিএম
২০২৬ বিশ্বকাপ ফুটবলকে নতুন কিছু উপহার দেবে: নেইমার
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বদল যাচ্ছে ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে এই মহাযজ্ঞ। এই আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আর এই টুর্নামেন্ট ফুটবলকে নতুন কিছু উপহার দেবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।সম্প্রতি ডিজনিপ্লাস-এর সঙ্গে এক আলাপচারিতায় নেইমার বলেন, দেখবেন শুধু, এবারের বিশ্বকাপটা কেমন হয়। এখানে মাথা ঘুরিয়ে দেয়ার মত কিছুই হবে, যা অনেক কিছুই বদলে দিতে পারে। আর সেটা সবার জন্য ভালোই হবে। ২০২৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল, যা এর আগে ছিল ৩২টি। স্বাভাবিকভাবেই এতে ম্যাচের সংখ্যা যেমন বাড়বে, তেমনি প্রথমবারের মতো সুযোগ পাবে অনেক নতুন দেশ, যারা এর আগে বিশ্বকাপে অংশই নেয়নি। নেইমার মনে করেন, এর ফলে বিশ্বজুড়ে ফুটবলের পরিধি আরও বিস্তৃত হবে।শুধু মাঠের খেলার দিক নয়, দর্শক অভিজ্ঞতার দিকেও নজর দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এনবিএ’র একটি ম্যাচ দেখতে গিয়ে নেইমার অভিভূত হয়েছেন পুরো উপস্থাপনা দেখে।তিনি বলেন, এখানে কিন্তু আপনি কেবল একটা বাস্কেটবল ম্যাচই দেখতে যান না। বিরতিতে কেউ নাচে, কেউ বল ছুঁড়ে স্কোর করে। ম্যাচের আগে আবার বিখ্যাত কেউ জাতীয় সঙ্গীত গায়। সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা উপভোগ্য। এ প্রসঙ্গে ফুটবলেও কিছু পরিবর্তনের পক্ষে মত দেন নেইমার। ব্রাজিলের এ পোস্টারবয় বলেন, ফুটবলে ৯০ মিনিটের খেলা হয়, কিন্তু সেখানে বিরতিতে দর্শকদের জন্য কিছুই থাকে না। সবাই স্টেডিয়ামের গেটে চলে যায়। কেন মাঠের ভেতরে কিছু করা হয় না? আমি জানি না ভিন্ন কিছু কেন করা যায় না।৩৩ বছর বয়সী নেইমার এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) এই ফরোয়ার্ড বর্তমানে ইনজুরির কারণে দল থেকে বাইরে থাকলেও কার্লো আনচেলত্তির ২০২৬ বিশ্বকাপ পরিকল্পনায় তাকে রেখেছেন বলে জানা গেছে।ক্লাব ফুটবলে চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল-হিলাল ছাড়ার পর নেইমার যোগ দেন তার সাবেক ক্লাব সান্তোসে। ব্রাজিলের ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন।ভোরের আকাশ/এসএইচ