আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

রাজীব দাস

প্রকাশ : ৩ দিন আগে

আপডেট : ৩ দিন আগে

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। খেলা হবে তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) ও তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। ভারতের এই সফর ঘিরে দুই দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। রোহিত-বিরাটদের বিশ্রামের সম্ভাবনা, তরুণদের আন্তর্জাতিক মঞ্চে যাচাইয়ের পরিকল্পনা ভারতীয় বোর্ডের।

সূচি: কবে কোথায় খেলবে দুই দল: সিরিজের উদ্বোধনী ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ আগষ্ট, ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি হবে ২০ আগষ্ট, একই ভেন্যুতে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ আগস্ট চট্টগ্রামে। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ২৯ ও ৩১ আগস্ট তারিখে। বড় নামহীন ভারতীয় দল? বিশ্রাম পেতে পারেন রোহিত, বিরাট, বুমরাহরা: বিশ্ব ক্রিকেটে ভারসাম্য রক্ষা করতেই বোর্ডগুলোকে প্রায় বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়। জুনে ইংল্যান্ড সফরে একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখান থেকে ফিরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠানোর পরিকল্পনা নিয়েছে বোর্ড। ফলে এই সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ-সহ একাধিক শীর্ষস্থানীয় ক্রিকেটার অনুপস্থিত থাকতে পারেন।

বোর্ড সূত্রে খবর, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়ালদের মতো তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী কিন্তু তুলনামূলকভাবে তরুণ ভারতীয় দল বাংলাদেশ সফরে পাঠানো হতে পারে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বেঞ্চ শক্তি যাচাইয়ের লক্ষ্যে এই সিরিজকে কাজে লাগাতে চায় ভারত।

বাংলাদেশের সামনে বড় সুযোগ: ঘরের মাঠে চাপে পড়তে পারে ভারতীয় দল: ভারতীয় দলের তারকা খেলোয়াড়রা না থাকলে, এই সিরিজ বাংলাদেশের জন্য হতে পারে একটি বড় সুযোগ। ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। ২০২২ সালেও মিরপুরে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এখনকার দলটিও যথেষ্ট অভিজ্ঞ এবং পরিণত—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদদের মতো ক্রিকেটাররা একাধিক ম্যাচ জয়ের অভিজ্ঞতা রাখেন। এই সিরিজ তাদের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হতে পারে।

কূটনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ এই সফর: বাংলাদেশ-ভারত ক্রিকেট দ্বৈরথ শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এই সফর গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিবসের ঠিক পরদিন, অর্থাৎ ১৬ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে এসে পৌঁছাবে। স্বাধীনতা দিবসের আবহে এই সফর দুই দেশের ক্রীড়াক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সিরিজকে ঘিরে উচ্চ প্রত্যাশা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করছে, ঘরের মাঠে এই সিরিজ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলবে। ছয়টি ম্যাচেই গ্যালারি পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই টিকিট ও সম্প্রচার অধিকার সংক্রান্ত প্রস্তুতি শুরু করেছে বোর্ড। ভারতের তরুণ দল থাকলেও, প্রতিযোগিতার তীব্রতা কোনো অংশে কমবে না। বরং তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণের চাপ এবং বাংলাদেশের ঘরের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা দুটোই এই সিরিজকে আরও রোমাঞ্চকর করে তুলবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন  লুকা মদ্রিচ

হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন লুকা মদ্রিচ

মন্তব্য করুন