স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০২:৫৫ এএম
এশিয়া কাপ ‘বি’ গ্রুপে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর আজ বিকালে চূড়ান্ত হয়েছে আসন্ন এশিয়া কাপের সূচি ও ভেন্যু। এসিসি সভাপতি মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের সময়সূচি ও আয়োজনের স্থান ঘোষণা করেছেন।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাঠে শুরু হবে এশিয়া কাপের ম্যাচগুলো, যার ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ তার এশিয়া কাপ যাত্রা শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার সাথে। শেষ গ্রুপ ম্যাচে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে মাঠে নামবে টাইগাররা।
এসিসির এই ঘোষণার সঙ্গে পুরো ভেন্যু ও সময়সূচির ব্যাপারে নিশ্চিততা এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
ভোরের আকাশ//হ.র