ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০১:০৭ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম কর্মদিবস মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়। এদিন বোর্ডের পরিচালকরা সভা করেন এবং বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম, যিনি পূর্ববর্তী বোর্ডেও একই দায়িত্ব পালন করেছিলেন। ফাইন্যান্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম। ডিসিপ্লিনারি কমিটি দেখবেন ফাইজুর রহমান। গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেটারদের কাজ ও এইজ গ্রুপের দায়িত্ব দিয়েছেন আসিফ আকবর। গ্রাউন্ডসের তত্ত্বাবধান করবেন আমিনুল ইসলাম বুলবুল।
অন্যদিকে, ফ্যাসিলিটিস কমিটি দেখবেন শাহনিয়ান তানিম, আর আম্পায়ারস কমিটি তত্ত্বাবধান করবেন ইফতেখার রহমান মিঠু। উইমেন্স উইং দায়িত্বে আছেন আব্দুর রাজ্জাক এবং সিসিডিএম কমিটি তত্ত্বাবধান করবেন আদনান রহমান দীপন।
নতুন বোর্ডে হাই পারফরম্যান্সের দায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদ পাইলট, এবং বাংলা টাইগার্সের দায়িত্বে আছেন রাহাত শামস। এছাড়া, বিপিএল গভর্নিং কাউন্সিল থাকবে আমিনুল ইসলাম বুলবুলের তত্ত্বাবধানে।
এবারের দায়িত্ব বণ্টনে ফারুক আহমেদ কোনো কমিটিতে থাকছেন না, তবে সহ-সভাপতির হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
ভোরের আকাশ//হর