ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০১:০৩ এএম
ছবি: সংগৃহীত
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদে পরাজিত করার পর, বাংলাদেশ আগামীকাল (৮ অক্টোবর) আবুধাবিতে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করতে যাচ্ছে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
দুই দলেরই নতুন নেতৃত্বের অধীনে খেলতে দেখা যাবে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, যিনি এ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। অপর দিকে আফগানিস্তানকে নেতৃত্ব দিবেন হাসমতউল্লাহ শাহিদী।
ওয়ানডে দলে স্থান পেয়েছেন টি-টোয়েন্টিতে চমক দেখানো ব্যাটসম্যান সাইফ হাসান। এছাড়াও খেলবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে জায়গা পেতে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মধ্যে। পেস আক্রমণে খেলবেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, আর স্পিনার হিসেবে মিরাজ-রিশাদের সঙ্গে মাঠে থাকতে পারেন তানভীর ইসলাম।
অপর দিকে, ৮ মাস পর ওয়ানডে খেলতে নামা আফগানিস্তান দলে এসেছে কিছু পরিবর্তন। ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম সিরিজ থেকে ছিটকে গেছেন। তার স্থলে সুযোগ পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।
ওডিআইতে দুদলের মুখোমুখি লড়াইয়ে ১৯ ম্যাচে ১১ জয় রয়েছে বাংলাদেশের। সবশেষ ৫ ওয়ানডে ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে টাইগাররা। ইতিমধ্যে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে। কোচ ফিল সিমন্সের শিষ্যরা জয় দিয়েই সিরিজ শুরু করতে চায়।
ভোরের আকাশ//হর