স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পিএম
হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন লুকা মদ্রিচ
বাংলাদেশের হামজা চৌধুরী এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে দলটা। সেই লিগে এবার ক্লাবের আংশিক মালিক হয়ে গেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ।
সোয়ানসি সিটির ছোট্ট একটা অংশ কিনে নিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মদ্রিচ ছাড়াও অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন ক্লাবটির মালিকানার তালিকায় আছেন। যদিও ক্লাবটির কে কত শতাংশ মালিক তা এখনো প্রকাশ করা হয়নি। ক্লাবটির আগের মালিক জেসন লেভিয়েন ও স্টিভ কাপলান তাদের শেয়ার বিক্রি করেন। সেই অংশই কিনে নিয়েছেন বর্তমানে ক্লাবের বিনিয়োগকারীরা।
সেই বিনিয়োগকারীদের নামের তালিকায় রয়েছে মদ্রিচের নাম। ক্লাবের মালিক হয়ে উচ্ছ্বসিত মদ্রিচ। তিনি বলেন, এটা একটা রোমাঞ্চকর সুযোগ। সোয়েনসার শক্তিশালী পরিচিতি এবং অসাধারণ সমর্থক গোষ্ঠী রয়েছে। তাদের উচ্চাকাঙ্ক্ষা সর্বোচ্চ স্তরের। সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি, ক্লাবের উন্নতিতে অবদান রাখতে পারব। আমার লক্ষ্য ক্লাবটিকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।
সোয়েনসা সিটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবে লুকার বিনিয়োগ আমাদের আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনারই প্রতিফলন। মাঠ ও মাঠের বাইরে তার উপস্থিতি ক্লাবের পরিচিতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্লাবের প্রধান নির্বাহী টম গরিঞ্জ বলেন, একাডেমি থেকে শুরু করে প্রথম দলের খেলোয়াড়দের জন্য মদ্রিচের চেয়ে ভালো রোল মডেল আর হতে পারে না। শুধু মালিক নয়, মদ্রিচ সোয়েনসা সিটির শুভেচ্ছাদূতের ভূমিকাও পালন করবে।
ভোরের আকাশ/এসএইচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩ দিন আগে
আপডেট : ৩ দিন আগে
হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন লুকা মদ্রিচ
বাংলাদেশের হামজা চৌধুরী এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে দলটা। সেই লিগে এবার ক্লাবের আংশিক মালিক হয়ে গেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ।
সোয়ানসি সিটির ছোট্ট একটা অংশ কিনে নিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মদ্রিচ ছাড়াও অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন ক্লাবটির মালিকানার তালিকায় আছেন। যদিও ক্লাবটির কে কত শতাংশ মালিক তা এখনো প্রকাশ করা হয়নি। ক্লাবটির আগের মালিক জেসন লেভিয়েন ও স্টিভ কাপলান তাদের শেয়ার বিক্রি করেন। সেই অংশই কিনে নিয়েছেন বর্তমানে ক্লাবের বিনিয়োগকারীরা।
সেই বিনিয়োগকারীদের নামের তালিকায় রয়েছে মদ্রিচের নাম। ক্লাবের মালিক হয়ে উচ্ছ্বসিত মদ্রিচ। তিনি বলেন, এটা একটা রোমাঞ্চকর সুযোগ। সোয়েনসার শক্তিশালী পরিচিতি এবং অসাধারণ সমর্থক গোষ্ঠী রয়েছে। তাদের উচ্চাকাঙ্ক্ষা সর্বোচ্চ স্তরের। সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি, ক্লাবের উন্নতিতে অবদান রাখতে পারব। আমার লক্ষ্য ক্লাবটিকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।
সোয়েনসা সিটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবে লুকার বিনিয়োগ আমাদের আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনারই প্রতিফলন। মাঠ ও মাঠের বাইরে তার উপস্থিতি ক্লাবের পরিচিতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্লাবের প্রধান নির্বাহী টম গরিঞ্জ বলেন, একাডেমি থেকে শুরু করে প্রথম দলের খেলোয়াড়দের জন্য মদ্রিচের চেয়ে ভালো রোল মডেল আর হতে পারে না। শুধু মালিক নয়, মদ্রিচ সোয়েনসা সিটির শুভেচ্ছাদূতের ভূমিকাও পালন করবে।
ভোরের আকাশ/এসএইচ