তথ্য প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০২:৩০ এএম
মেটা এআই থেকে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি, নিরাপদ থাকার উপায় জানুন
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মেটা এআই চ্যাটবটের সঙ্গে মানুষের যোগাযোগ দিন দিন বাড়ছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সহজেই ব্যবহারযোগ্য এই এআই চ্যাটবট অনেক সমস্যার দ্রুত সমাধান দিচ্ছে। কিন্তু ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও বেড়েছে।
অনেকেই আবেগের বশে বা প্রয়োজনেই মেটা এআই-তে ব্যক্তিগত তথ্য, ছবি শেয়ার করছেন, যা ‘ডিসকভার’ ফিডের মাধ্যমে প্রকাশ্যে চলে যেতে পারে। মেটা এআই অ্যাপের শেয়ার অপশনে কোনো স্পষ্ট হুঁশিয়ারি না থাকায় ব্যবহারকারীরা বুঝতে পারেন না তাদের তথ্য জনসমক্ষে যাচ্ছে।
মেটার এআই অ্যাপ বর্তমানে ৬.৫ মিলিয়ন ডাউনলোড হয়েছে, যা তুলনামূলক কম হলেও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি গুরুত্ব বহন করে।
মেটা এআই-এ কীভাবে সুরক্ষিত থাকবেন?
ব্যক্তিগত তথ্য ফাঁস রোধ করতে মোবাইলের অ্যাপ সেটিংসে গিয়ে ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘ম্যানেজ ইয়োর ইনফরমেশন’ থেকে ‘মেক অল ইয়োর প্রম্পটস ভিজিবল টু অনলি ইউ’ অপশনটি চালু করলে আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র আপনার কাছে দৃশ্যমান থাকবে এবং অন্যদের কাছে শেয়ার হবে না।
মেটা এআই ব্যবহারকারীদের উচিত যত্নসহকারে তথ্য শেয়ার করা এবং প্রাইভেসি সেটিংস নিয়মিত যাচাই করা, যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
ভোরের আকাশ//হ.র