আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫ ১১:৪৩ এএম
ছবি : সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা হওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করেছে ইসরায়েল।
সোমবার (৯ জুন) বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ১৩ জন ছিলেন।
আটকদের মধ্যে রয়েছেন বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের নেতা ২২ বছর বয়সী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক ও কর্মী বাপতিস্ত আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ব্রাজিলিয়ান কর্মী ও ফ্রিডম ফ্লোটিলা ব্রাজিলের সমন্বয়ক থিয়াগো অ্যাভিলা, ফরাসি-ফিলিস্তিনি বংশোদ্ভূত ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্য রিমা হাসান, তুর্কি মানবাধিকারকর্মী সুয়াইব ওর্দু। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের আরও কয়েকজন মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সমুদ্র সংরক্ষণকর্মীও রয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘ম্যাডলিন’ জাহাজকে আটক করে নিরাপদে উপকূলে আনা হচ্ছে। এক পোস্টে তারা একে ‘সেলফি ইয়ট’ এবং অংশগ্রহণকারী কর্মীদের ‘সেলিব্রিটি’ হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করে বলেন, এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে গণমাধ্যমে প্রচারের আলো নিজেদের দিকে নেওয়া।
এদিকে, এফএফসি এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজ থেকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। টেলিগ্রামে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, মানবাধিকারকর্মীরা হাতে উঁচিয়ে বসে আছেন, যা আটক প্রক্রিয়ার ইঙ্গিত দেয়।
ফ্লোটিলা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে গাজার জন্য জরুরি সহায়তা ছিল। এসবের মধ্যে ছিল চিকিৎসাসামগ্রী, চাল, ময়দা, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ এবং শিশুদের কৃত্রিম অঙ্গ। গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৯০ শতাংশেরও বেশি এখন তীব্র খাদ্যসংকটে দিন কাটাচ্ছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা।
‘ম্যাডলিন’ নামটি গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী মাদেলিন কলাবের নাম অনুসারে রাখা হয়েছে। জাহাজটি যেন ইসরায়েলের জলসীমায় প্রবেশ না করে, সে বিষয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।
ভোরের আকাশ/এসএইচ