আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ০১:৫৭ পিএম
বিদেশি ওমরাহযাত্রীদের প্রস্থানের সময়সীমা জানাল সৌদি আরব
এবছর পবিত্র হজের আগে যাঁরা ওমরাহ পালন করতে সৌদি আরবে যাবেন, তাঁদের অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে সে দেশ থেকে বেরিয়ে আসতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি হজ ও ওমরা পালনকারীদের অতিরিক্ত সময়ের জন্য সৌদি আরবে অবস্থান নিশ্চিত করার পরেও যথাযথ কর্তৃপক্ষকে প্রতিবেদন না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হবে।
এই জরিমানা ১ লাখ সৌদি রিয়াল (২৬ হাজার ৬০০ ডলার) পর্যন্ত হতে পারে এবং অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তির সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে।
সৌদি আরবের হাজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, উমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল এবং ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ সময় আগামী ২৯ এপ্রিল।
মন্ত্রণালয় সতর্ক করেছে যে, যারা এই সময়ের পর সৌদি আরবে অবস্থান করবেন, নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করা হবে। হজ মৌসুমের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সৌদি।
সৌদি চাঁদের দেখার তথ্য অনুযায়ী, এ বছর হজ শুরু হবে ৬ জুন সন্ধ্যায় এবং শেষ হবে ১১ জুন সন্ধ্যায়।
ভোরের আকাশ/এসএইচ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১ সপ্তাহ আগে
আপডেট : ১ সপ্তাহ আগে
বিদেশি ওমরাহযাত্রীদের প্রস্থানের সময়সীমা জানাল সৌদি আরব
এবছর পবিত্র হজের আগে যাঁরা ওমরাহ পালন করতে সৌদি আরবে যাবেন, তাঁদের অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে সে দেশ থেকে বেরিয়ে আসতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি হজ ও ওমরা পালনকারীদের অতিরিক্ত সময়ের জন্য সৌদি আরবে অবস্থান নিশ্চিত করার পরেও যথাযথ কর্তৃপক্ষকে প্রতিবেদন না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হবে।
এই জরিমানা ১ লাখ সৌদি রিয়াল (২৬ হাজার ৬০০ ডলার) পর্যন্ত হতে পারে এবং অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তির সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে।
সৌদি আরবের হাজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, উমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল এবং ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ সময় আগামী ২৯ এপ্রিল।
মন্ত্রণালয় সতর্ক করেছে যে, যারা এই সময়ের পর সৌদি আরবে অবস্থান করবেন, নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করা হবে। হজ মৌসুমের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সৌদি।
সৌদি চাঁদের দেখার তথ্য অনুযায়ী, এ বছর হজ শুরু হবে ৬ জুন সন্ধ্যায় এবং শেষ হবে ১১ জুন সন্ধ্যায়।
ভোরের আকাশ/এসএইচ