আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ০৫:২৬ পিএম
ছবি- সংগৃহীত
থাইল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত কয়েক দিনে কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকার নিশ্চিত করেছে। এই প্রাকৃতিক দুর্যোগে লাখ লাখ মানুষ ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।
রাজধানী ব্যাংকক–এ এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, বন্যায় দেশের আটটি প্রদেশে মোট ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে সর্বাধিক ১২৬ জনের মৃত্যু হয়েছে সঙখলা প্রদেশে। বন্যাজনিত ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল স্বীকার করেন, সরকারের বন্যা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ঘাটতি ছিল। বন্যা-কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী সপ্তাহ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণ বিতরণ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ঋণ স্থগিত, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি মেরামতের জন্য স্বল্পমেয়াদি সুদবিহীন ঋণসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে।
দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রদেশে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, দীর্ঘদিন পানিতে ডুবে থাকার পর স্থানীয় বাসিন্দারা নিজ নিজ ঘরে ফিরে গিয়ে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করছেন। ঘরের মেঝেজুড়ে ছড়িয়ে রয়েছে আসবাবপত্র ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী।
গত সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া এই বন্যা থাইল্যান্ডে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন, বহু সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যায় এবং নিচু এলাকার ঘরবাড়ি ও যানবাহন পানিতে তলিয়ে যায়। সঙখলা প্রদেশের সবচেয়ে বড় শহর হাট ইয়াই–এ মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। উদ্ধারকর্মীরা আগে যেসব আবাসিক এলাকায় প্রবেশ করতে পারেননি, পানি নামার পর সেখানে গিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করছেন।
সরকারি মুখপাত্র সিরিপং আরও জানান, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে থাইল্যান্ডের রাজা মহা বাজিরালংকর্ন হাট ইয়াই হাসপাতালে চিকিৎসা সহায়তার জন্য ১০ কোটি বাথ (প্রায় ৩.১১ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেবেন। পাশাপাশি বন্যায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনেও রাজকীয় সহযোগিতা প্রদান করা হবে।
ভোরের আকাশ/এসএইচ