আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১১:১৮ এএম
৬৪৫ কয়েদির ক্ষমা ঘোষণা ওমান সুলতানের
ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দিদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বেশ কয়েক জন বিদেশি নাগরিকও আছেন। বৃহস্পতিবার (৬ জুন) সুলতানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য।
মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক আছেন, তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে। তবে, বলা হয়েছে যে এই বিদেশিদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মাননীয় সুলতান হাইথাম বিন তারিক মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন হলো ঈদুল আজহার আগে ৬ শতাধিক কারাবন্দির মুক্তি এবং এদের মধ্যে বিদেশি নাগরিকদের রাষ্ট্রীয় খরচে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা।
বিবৃতিতে আরও যোগ করা হয়, ওমান সবসময়েই দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মাননীয় সুলতান মুক্তিপ্রাপ্ত কয়েদি এবং তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৫৫ সালে জন্মগ্রহণকারী সুলতান হাইথাম বিন তারিক ২০২০ সালে ওমানের সিংহাসনে আরোহণ করেন। তিনি একই সঙ্গে ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভোরের আকাশ/এসএইচ