আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৮ এএম
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে ‘অত্যন্ত গভীর’ আলোচনায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি বলেন।
ট্রাম্প বলেন, হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলবো জিম্মিদের মুক্তি দিন। তাহলে ভালো কিছু হবে। তবে হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। আমার ধারণা, তখন ফল ভালো হবে না।
তিনি বলেন, বর্তমানে হামাসের হাতে জীবিত জিম্মির সংখ্যা খুব বেশি নয়, ফলে জিম্মি উদ্ধারের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্পের ভাষায়, আমি সবসময় বলে আসছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনের মধ্যে নেমে আসে, তখন তাদের উদ্ধার করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। কারণ তখন যদি অনেক কিছু করতে হয়, তার মানে হয় আত্মসমর্পণ। সেটা ভালো কিছু নয়। এটি অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি।
সম্প্রতি ইসরায়েলে যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ চলছে। সাধারণ ইসরায়েলিদের এই চাপের কারণে গাজায় অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
গত সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ২, ৫ বা ৭ নয়, সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে। হামাস যদি তা করে, তাহলে ভালো কিছু হবে।
ভোরের আকাশ/এসএইচ