ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদমাধ্যমে বার্তাটি শেয়ার করে।প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় বহু মানুষের জীবনহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি নিহতদের পরিবারবর্গ এবং ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।তিনি বলেন, ইন্দোনেশিয়ার এই কঠিন সময়ে দেশটির সরকার ও বন্ধুপ্রতিম জনগণ বাংলাদেশের ভাবনা ও প্রার্থনায় রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে বাংলাদেশ সব ধরনের সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত আছে।ভোরের আকাশ/তা.কা
০২ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯ পিএম
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১
ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ৬৩১ এ পৌঁছেছে। তাছাড়া আরও অন্তত ৫০০ মানুষ নিখোঁজ আছে। এছাড়া আহত হয়েছে কয়েক হাজার মানুষ।জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় খাবারের মজুত শেষ হয়ে আসছে। তাছাড়া ইন্টারনেট না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪ লাখ মানুষ। এছাড়া আরও প্রায় ৫০০ মানুষ এখনো নিখোঁজ আছেন।ইন্দোনেশিয়ার পাশপাশি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাও। এ দেশগুলোতে শত শত মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার আচেহ এবং পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার হাজার হাজার মানুষ এখনো ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন। আরিনি আমালিয়া নামে এক নারী বিবিসিকে বলেছেন, বন্যার পানির স্রোত ‘সুনামির মতো ছিল। আমার দাদি জানিয়েছেন, এমন বন্যা আগে কখনো দেখেনননি। এটি ছিল ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ।রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা পায়ে হেটে ও মোটরসাইকেলে করে সাধারণ মানুষকে উদ্ধার করতে যাচ্ছেন। অনেক মানুষ এখনো খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ দুই থেকে তিনদিন ধরে না খেয়ে আছেন।সুমাত্রার মধ্য তাপানুলির বাসিন্দা মায়শান্তি বিবিসিকে জানিয়েছেন, উদ্ধারকারীরা তার এলাকায় আসতে পারছেন না। তিনি বলেন, সবকিছু ভেসে গেছে। আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। আমরা খেতে পারছি না। এখন নুডলস নিয়েও মানুষ লড়াই করছে। আমাদের খাবার নেই। আমাদের খাবার এবং চাউল দরকার। আমাদের এখানে আসার রাস্তা পুরোপুরি বন্ধ। সূত্র: বিবিসিভোরের আকাশ/এসএইচ
০২ ডিসেম্বর ২০২৫ ১২:৩৩ পিএম
ভূমিকম্পে কাঁপলো ভারত, ভুটান, বঙ্গোপসাগর ও ইন্দোনেশিয়া
এবার ভারত, ভুটান, বঙ্গোপসাগর ও ইন্দোনেশিয়াতে চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। মৃদু মাত্রার এ ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, ভুটান ও বঙ্গোসাগরেও ক্ষুদ্র মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়। বঙ্গোপসাগরে ভোররাত ৩টা ২৯ মিনিটে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। কক্সবাজারের টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।গত বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ইন্দোনেশিয়াতেও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে। আর এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার। এর আগে, রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয়। এখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৭ নভেম্বর ২০২৫ ১২:৪০ পিএম
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সেরামে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) আঘাত হানা ভূমিকম্পটি ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩৬ কিলোমিটার (৮৪ দশমিক ৫১ মাইল) গভীরে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সেমেরুতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ২৪ ঘণ্টার মধ্যেই দেশটিতে ভূমিকম্প আঘাত হানলো।প্রতিবেদনে বলা হয়, বুধবার ইন্দোনেশিয়ার পূর্ব জাবার সেমেরুতে একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশীয় কর্তৃপক্ষ ৯০০-র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, সেমেরু আগ্নেয়গিরি থেকে ২ কিলোমিটার পর্যন্ত উঁচু ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে বাসিন্দাদের আগ্নেয়গিরি থেকে ২ দশমিক ৫ কিলোমিটার (১ দশমিক ৫৫ মাইল) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।সেমরু আগ্নেয়গিরিটি বালি থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত। আগ্নেয়গিরির ক্রমাগত অগ্ন্যুৎপাতের ফলে আকাশের ১৩ কিলোমিটার ওপর পর্যন্ত ছাই পৌঁছে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ইন্দোনেশিয়া।ভোরের আকাশ/এসএইচ
২০ নভেম্বর ২০২৫ ০৪:৩১ পিএম
ইন্দোনেশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা
শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায়। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আকাশের বড় একটি অংশ ছেয়ে ফেলেছে আগ্নেয়গিরি ছাই-ধোঁয়ার কুণ্ডলী। এমন পরিস্থিতিতে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, সেমেরু আগ্নেয়গিরি থেকে ৫ দশমিক ৬ কিলোমিটার (৩ দশমিক ৪৮ মাইল) উঁচু ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে বাসিন্দাদের আগ্নেয়গিরি থেকে ২ দশমিক ৫ কিলোমিটার (১ দশমিক ৫৫ মাইল) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মুকদাস সোফিয়ানের লিখিত প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে (বাংলাদেশ সময় রাত ৩টা) অগ্ন্যুৎপাত শুরু হয়।সোফিয়ান জানান, পাইরোক্লাস্টিক ফ্লো এখনও ঘটছে, যার বিস্তার পর্বতশৃঙ্গ থেকে ৭ কিলোমিটার (৪দশমিক ৩ মাইল) পর্যন্ত পৌঁছেছে এবং প্রতিবেদন তৈরির সময়ও অগ্ন্যুৎপাত চলছিল। সেমেরু পর্বত, যা মাহামেরু নামেও পরিচিত, এটি ৩ হাজার ৬৭৬ মিটার (১২ হাজার ৬০ ফুট) উচ্চতা নিয়ে জাভার ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার-এর ওপর অবস্থিত, যা একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ঘন ঘন সক্রিয় থাকার কারণে সেমেরুর কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়, কারণ এটি আশেপাশের সম্প্রদায়, পরিবহন রুট এবং বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করে।ভোরের আকাশ/এসএইচ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। এমনটাই জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেন, গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তার দেশ শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।ভাষণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমরা গাজার চলমান অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি। হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দুর্ভিক্ষ আর ধ্বংসযজ্ঞ চলছে। মানবিক বিপর্যয় আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা নিরপরাধ মানুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই।”প্রাবোয়ো আরও জানান, ইন্দোনেশিয়া আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিতে আগ্রহী। তিনি বলেন, “আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত”। একই সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তার দেশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, “ইসরায়েল যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে মেনে নেয় তাহলে ইন্দোনেশিয়া সঙ্গে সঙ্গে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এবং তার নিরাপত্তার নিশ্চয়তা সমর্থন করবে।”তিনি আরও বলেন, “ফিলিস্তিন ইস্যুতে আমাদের অবস্থান পরিষ্কার— আমরা দ্বি-রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ”। এসময় প্রাবোয়ো আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকানোর আহ্বান জানান।এদিকে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ধারা আরও গতিশীল হয়েছে। এর একদিন আগে অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোর সঙ্গে যোগ দিয়ে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে এ পদক্ষেপের কড়া বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “এটি হামাসকে পুরস্কৃত করার কোনো পদক্ষেপ নয়। দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার জন্য এই স্বীকৃতি জরুরি।”সম্প্রতি ফ্রান্স, বেলজিয়াম, মাল্টা ও লুক্সেমবার্গসহ একাধিক ইউরোপীয় দেশও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা ইসরায়েলের দশকের পর দশকের দখলদারিত্বের অবসান ঘটাতে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।ভোরের আকাশ/মো.আ.
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২ এএম
ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাড়ি লুটপাট
ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলইয়ানি ইন্দ্রাওয়াতির বাসভবনে রবিবার ভোরে দুই দফায় লুটপাটের ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতিতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ এখন আইনপ্রণেতাদের বাড়িতেও ছড়িয়ে পড়েছে।প্রতিবেশী ড্যামিয়ানুস রুডলফের বরাতে এএফপি জানিয়েছে, প্রথম দফায় কয়েক ডজন মোটরসাইকেল ও দুই-তিনজন যাত্রী নিয়ে লুটপাটকারীরা বাড়িতে ঢুকে টেলিভিশন, সাউন্ড সিস্টেম, ড্রয়িংরুমের সাজসজ্জা, কাপড়, প্লেট-বাটি সবকিছু লুট করে নিয়ে গেছে। দ্বিতীয় দফায় প্রায় ১৫০ জন লুটপাটে অংশগ্রহণ করেছে। ঘটনার সময় শ্রী মুলইয়ানি বাড়িতে উপস্থিত ছিলেন না।বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করা শ্রী মুলইয়ানি ইতিমধ্যেই তিনজন ভিন্ন প্রেসিডেন্টের সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।রবিবার দুপুরে তার বাড়ির সামনে সেনারা পাহারা দিচ্ছিলেন এবং কিছু মালামাল ট্রাকে সরিয়ে নেওয়া হয়।এ ছাড়া নাসডেম পার্টির এমপি আহমাদ সাহরোনি, নাফা উরবাচ ও একো হেন্দ্রো পুরনোমোর বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।বিক্ষোভ জাকার্তা ছাড়িয়ে যোগইয়াকার্তা, বান্দুং, সেমারাং, সুরাবায়া এবং উত্তর সুমাত্রার মেদান শহরে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত প্রাবোও সুবিয়ানতো সরকারের জন্য এটি সবচেয়ে বড় এবং সহিংস আন্দোলন হিসেবে চিহ্নিত হয়েছে।ভোরের আকাশ//হ.র
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪০ পিএম
ইন্দোনেশিয়ায় বিক্ষোভের আগুনে পুড়ল পরিষদ ভবন, নিহত ৩
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাস্সারে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) প্রাদেশিক পরিষদ ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।বিক্ষোভের সূত্রপাত সংসদ সদস্যদের বাড়িভাড়া ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে। মাসিক ভাতা প্রায় আড়াই লাখ টাকা (৩ হাজার ডলার) পর্যন্ত বাড়ানো হলে সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর মধ্যেই পুলিশের গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু পরিস্থিতিকে আরও ঘনীভূত করে।রাজধানী জাকার্তাসহ বিভিন্ন প্রদেশে শুক্রবার ও শনিবার ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা বাস ও ট্রেন চলাচল ব্যাহত করেন, কয়েকটি যানবাহনে আগুন দেন এবং টোল প্লাজা ও সরকারি ভবনেও অগ্নিসংযোগ করেন।পুলিশি গাড়িচাপায় নিহত মোটরসাইকেল আরোহীর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো। তিনি দায়ীদের শাস্তির আশ্বাস দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। প্রোবোও বলেন, "একটি পক্ষ সবসময় অস্থিতিশীলতা তৈরি করতে চায়, জনগণকে সতর্ক থাকতে হবে।"এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেন, "আমরা চাই পুলিশ প্রধানকে অপসারণ করা হোক এবং হত্যার দায়ে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হোক। পুলিশ জনগণের বন্ধু, ক্ষমতাসীনদের নয়।"সূত্র: বিবিসি, আল জাজিরাভোরের আকাশ//হ.র
৩০ আগস্ট ২০২৫ ০২:৫৩ পিএম
ইন্দোনেশিয়ায় স্কুলের খাবার খেয়ে বিষক্রিয়ায় ৩৬০ জনেরও বেশি অসুস্থ
ইন্দোনেশিয়ার মধ্য জাভা অঞ্চলের স্রাগেন শহরে স্কুলের মধ্যাহ্নভোজের খাবার খেয়ে ৩৬০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারের বিনামূল্যে খাবার কর্মসূচিতে খাদ্যে বিষক্রিয়ার সবচেয়ে বড় ঘটনা এটি।জানুয়ারিতে বিনামূল্যে খাবার কর্মসূচিটি চালু হওয়ার পর থেকে দ্বীপপুঞ্জজুড়ে ব্যাপক বিষক্রিয়ার ঘটনা রেকর্ড হয়েছে। এ পর্যন্ত অন্তত ১ হাজার জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।স্রাগেন সরকারের প্রধান সিগিত পামুংকাস রয়টার্সকে জানিয়েছেন, ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। খাবারের নমুনা ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে সরকার চিকিৎসার খরচ বহন করবে।জেমোলং ১ মিডল স্কুলের নবম শ্রেণির ছাত্র উইজদান রিধো আবিমান্যু রয়টার্সকে জানিয়েছেন, রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করে তার ঘুম ভেঙে যায়। তার মাথাব্যথা অনুভূত এবং ডায়রিয়ার লক্ষণ দেখা যায়। পরে তিনি স্কুলের সহপাঠীদের সোশ্যাল মিডিয়া পোস্টে একই অভিযোগ দেখে অনুমান করেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এটি হয়েছে।বিনামূল্যে খাবার কর্মসূচিটি দেশটিতে দ্রুত সম্প্রসারিত হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখেরও বেশি গ্রাহকের কাছে এটি পৌঁছেছে।কর্তৃপক্ষ বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৮ কোটি ৩০ লাখে পৌঁছানোর পরিকল্পনা করছে। এর জন্য এ বছর মোট ব্যয় ধরা হয়েছে ১০.৬২ বিলিয়ন ডলার।স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, গত মে মাসে পশ্চিম জাভার একটি শহরে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় ২০০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। একটি ল্যাবে পরীক্ষায় খাবারটি 'সালমোনেলা এবং ই. কোলাই' ব্যাকটেরিয়ায় দূষিত বলে প্রমাণিত হয়।ভোরের আকাশ/জাআ
১৪ আগস্ট ২০২৫ ১১:৪০ এএম
ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও নেই।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৪ মিনিটে ইন্দোনেশিয়ার এই ঘটনা ঘটেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্যমতে, ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর আবেপুরা থেকে ১৯৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। ভোরের আকাশ/এসএইচ
১২ আগস্ট ২০২৫ ০৭:১৩ এএম
ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। এমন অবস্থায় নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে রাতভর অনুসন্ধান চালিয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ফেরিটিতে মোট ৫৩ যাত্রী, ১২ কর্মী এবং ২২টি যানবাহন ছিল। যানবাহনগুলোর মধ্যে ১৪টিই ট্রাক।বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই দীর্ঘ সময় সাগরে ঢেউয়ের মধ্যে ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ফেরিডুবি প্রায় নিয়মিত ঘটনা। দ্বীপসমৃদ্ধ দেশটির মানুষজন দ্বীপ থেকে দ্বীপে চলাচলের জন্য ফেরির ওপর নির্ভরশীল। অনেক সময় এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ