বৈশ্বিক মান অর্জনের জন্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অপরিহার্য
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, বৈশ্বিক মান অর্জনের জন্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অপরিহার্য। অ্যাক্রেডিটেশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক সক্ষমতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অধিকতর নিশ্চিত হয়। প্রকৌশল শিক্ষা সত্যিকার অর্থে আউটকামস্ বেইসড করা এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান, উদ্ভাবন এবং নেতৃত্বের যোগ্যতা নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত “ইমপ্লিমেন্টেশন অব ওবিই ইন এ প্রোগ্রাম টুওয়ার্ডস অ্যাচিভিং অ্যাক্রেডিটেশন” শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। সেমিনারের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার , শুভেচ্ছা বক্তব্য প্রদান ও র্যাপোটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুর-এর মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। তিনি বিশ্বব্যাপী ওবিই বাস্তবায়নের সফল মডেল, প্রোগ্রাম লেভেল ও কোর্স লেভেলের আউটকাম নির্ধারণ, মূল্যায়ন কাঠামো, ডিজাইন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ এবং অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশলগত ধাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের মনোনীত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
২৪ নভেম্বর ২০২৫ ০৭:১১ এএম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (বি.এসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব আর্কিটেকচার) ভর্তি পরীক্ষা আজ ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের বিপরীতে দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬৪২৩ জন শিক্ষার্থী এ ভর্তি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতি আসনের বিপরীতে লড়ছেন গড়ে প্রায় ৯ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং–এ প্রতিটি বিভাগে ১২০টি করে মোট ৬০০টি আসন রয়েছে। বাকি ৫টি বিভাগ—আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং–এ রয়েছে ৩০টি করে মোট ১৫০টি আসন।গত ২৮ মে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয় ২৪ জুলাই, এরপর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হয় প্রতিবারের ন্যায় এবার ও ডুয়েটে ভর্তি পরীক্ষা দুটি শিফটে (সকাল এবং বিকাল) অনুষ্ঠিত হবে। দুটি পত্র তথা ননটেক এবং টেক এর ৩০০ নম্বরের ২.৩০ ঘণ্টা ধরে দুটি ধাপে তথা এমসিকিউ, লিখিত (ননটেক এবং টেক) অনুষ্ঠিত হবে। মোট তিনটি ভবনে তথা পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে অনুষ্ঠিত হবে।সকাল ০৯.৩০ হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এবং আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।একই ভবনে দুপুর ২টা হতে সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভোরের আকাশ/তা.কা