ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সূয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, রাতে সুয়াপুর খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় বাসটি রেখে বাড়ি চলে যান মালিক আবুল কালাম। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা বাসে আগুন দেখে পানি ও বালু ছুড়ে নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নেভায়।ধামরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, “আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে আগুন দিতে পারে।”ধামরাই থানার সাব ইন্সপেক্টর পরিমল সূত্রধর জানান, সুয়াপুর বাজারের নতুন সেতু সংলগ্ন স্থানে দাঁড়ানো বাসটিতে আগুন লাগে। পরে ঘটনাস্থলে গিয়ে বাসের আসন ও কাচ পোড়া অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/মো.আ.
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়।এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে দুই জন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির হয়নি।বাজারের নৈশপ্রহরী সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনেন।ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে। আজকে রাত সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনও বক্তব্য দিতে রাজি হননি। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।ভোরের আকাশ/জাআ
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়।এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে দুই জন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির হয়নি।বাজারের নৈশপ্রহরী সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনেন।ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে। আজকে রাত সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনও বক্তব্য দিতে রাজি হননি।গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।ভোরের আকাশ/মো.আ.
১৯ নভেম্বর ২০২৫ ০৩:৪৭ পিএম
ধামরাইয়ে সাত ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটাগুলোর বেশিরভাগ অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।সোমবার (১০ নভেম্বর ) দুপুর থেকে নিউজ পাঠানোর আগ পর্যন্ত উপজেলার ভাড়ারিয়া ও ধামরাই সদর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।পরিবেশ অধিদফতর জানায়, রাজধানীর পাশে ধামরাইয়ে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে আজ এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় মেসার্স ডিবিসি, বিবিসি, স্টাইল ও নূর ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। আর এইচএমবি, ন্যাম ও ফোর স্টার ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।তিনি আরও বলেন, আগে ইটভাটার আংশিক ভেঙে দিয়ে বেশি টাকা জরিমানা করা হতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কম জরিমানা করে ভাটার কার্যক্রম একেবারেই বন্ধ করে দেয়া হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
১০ নভেম্বর ২০২৫ ১০:৩৪ পিএম
ধামরাইয়ে ৩১ লক্ষ টাকার হিরোইন সহ তিনজন গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে ১২ ঘন্টা গোপন অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লক্ষ টাকা।গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই ঢুলিভিটা পলাশ মটরস এর সামনে থেকে মোছা. শাহিদা আক্তার (২৯) ও তার সহযোগী মিন্টু হোসেন(২৯) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্ব থেকে মো. শরিফ (২৯) নামক আরও একজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।এসময় ঘটনাস্থলে অভিযুক্ত শাহিদা আক্তারের নিকট হতে ৯৫ গ্ৰাম হেরোইন যার আনুমানিক বাজার মূল্য ৯,৫০,০০০ টাকা এবং তার সহযোগী মিন্টু হোসেনের নিকট হতে ১৫ গ্ৰাম হেরোইন যার বাজার মূল্য ১,৫০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়াও কালামপুর বাসস্ট্যান্ড থেকে আটককৃত মো. শরিফ(২৯) এর কাছ থেকে ২০০ গ্ৰাম হেরোইন জব্দ করেছে ধামরাই থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১২ ঘন্টা গোপন অভিযান চালিয়ে কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্ব থেকে একজন ও ঢুলিভিটা পলাশ মটরস এর সামনে থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় মাদক সেবনকারীদের কাছে খুচরা মাদক বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫ এএম
ধামরাইয়ে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার
ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। তাদের কাছ থেকে ৩১ লাখ টাকার সমমূল্যে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা পুলিশ ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন মনিরুল ইসলাম।সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শরীফকে গ্রেফতার করে।এসময় তার দেহ তল্লাশি করে ২শ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।এছাড়া, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৃথক অপর এক অভিযান থেকে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে আরো ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ধামরাই থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ীরা থানা এলাকায় থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/তা.কা
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৫ এএম
ধামরাইয়ে হিরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কামরুল হাসান রুবেল সাভার (ঢাকা) ধামরাইয়ে হিরোইন ও ইয়াবা টেবলেট সহ রিপন হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। গ্রেপ্তার হওয়া রিপন ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ইশাননগর গ্রামের তারা মিয়ার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি সূয়াপুর ইউনিয়নে ঈশান নগর এলাকায় মাদক বিক্রি করছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫পিস ইয়াবা ও ২৫পুরিয়া হিরোইনসহ রিপন হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের বিত্তিতে রিপন হোসেনকে হিরোইন ও ইয়াবাটেবলেট সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়ছে।ভোরের আকাশ/তা.কা
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৩ এএম
ধামরাইয়ে ২৪ ঘন্টায় ১৬ জন গ্রেপ্তার
ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন আর অন্যান্য মামলার ৭ জন।বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার বিভিন্ন স্থানথেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৪ জন, ডাকাতি প্রস্তুতি মামলায় ১জন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় ২ জন।এসময় মাদক মামলার আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬.৩ গ্রাম হেরোইন ও ১১পিস ইয়াবা যার আনুমানিক মুল্য ৩,৬৫,০০০ হাজার টাকা।ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি )মনিরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা এগারোটার দিকে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/তা.কা
কালামপুর-মির্জাপুর আঞ্চলিক সড়কের কাওয়ালীপাড়া থেকে বালিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার দূরপাল্লার গাড়ি, ট্রাক ও বাস চলাচল করে। রাস্তাটি খারাপ থাকার কারণে শুধু স্থানীয় বাসিন্দাদেরই নয়, দূরপাল্লার যাত্রীদেরও অনেক অসুবিধা হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। জরুরি রোগী ও সাধারণ মানুষকে নিয়ে হাসপাতালে যেতেও অনেক ভোগান্তি পোহাতে হয়।এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি এম.নাহিদ মিয়া বলেন, আমাদের গবেষণায় তথ্যসুত্রে উঠে এসেছে ধামরাইয়ে বর্তমানে মহাসড়কের তুলনায় আঞ্চলিক মহাসড়ক গুলোতে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে এর অন্যতম কারন সড়কে অব্যবস্থাপনা, জড়াজির্ণ সড়ক। ধামরাইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থার মধ্যে কালামপুর, বালিয়া, মির্জাপুর আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে দেশের উত্তরাঞ্চলের অসংখ্য পরিবহন চলাচল করে রাস্তা সংস্কার না হওয়ার ফলে এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে যানবাহনসহ যাত্রী সাধারণ। আমাদের দাবি থাকবে অতি শীঘ্রই টিকসই সংস্কার করে সড়কের অব্যস্থাপনা দূর করবে সংশ্লিষ্ট দপ্তর।বাস চালক লুৎফর রহমান বলেন, অনেক বড় বড় গর্ত হওয়ার কারণে চাকা ফাইসা যায় যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।কলেজ ছাত্র রেজওয়ান বলেন, আমরা যখন কলেজে যাই খুব ভয় লাগে কখন গাড়ি পলটি দেয়।এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।ভোরের আকাশ/এসএইচ
২৯ আগস্ট ২০২৫ ০৩:১০ এএম
ধামরাইয়ে ড্রেজারে ভাঙছে কৃষি জমি
ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের মধ্যপাড়া খালে অবৈধভাবে ড্রেজার চালানোর কারণে আশপাশের কৃষি জমি ও বসতবাড়ি ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে মাটি বালি উত্তোলনের ফলে তাদের বসতভিটা ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে।ছবি : ভোরের আকাশগ্রামবাসীরা বলেন, ড্রেজার বন্ধ না হলে আমাদের ফসলি জমি ও ঘরবাড়ি খালে মিশে যাবে। অথচ প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখছি না। আসাদ এতটাই প্রভাবশালী যে গ্রামবাসীরা অভিযোগ দিয়েও ড্রেজার বন্ধ করতে পারছে না।অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ড্রেজারটি পরিচালনা করছেন আসাদ নামে এক ব্যক্তি। ড্রেজারের মূল মালিক ময়না।মুঠোফোনে জানতে চাইলে আসাদ দাবি করেন, তিনি ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে অনুমতি নিয়েই কাজ করছেন। একই সঙ্গে তিনি এই প্রতিবেদককে নিউজ না করে তার অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানান।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমোদ অনীক বলেন, কোন ব্যক্তিকে ডেজার চালানোর কোন অনুমতি দেওয়া হয়নি। আমরা দিলে লিখিত ভাবে দিব। সেটা ব্যতীত যে যাই বলুক সেটা মিথ্যা। আমরা গত ১০ মাসে অর্ধশতাধিক মোবাইল কোর্ট করেছি। এখানেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।স্থানীয়রা দ্রুত অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।ভোরের আকাশ/এসএইচ