একক নির্বাচনী পথে নাগরিক পার্টি: নারায়ণগঞ্জে নাহিদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।নাহিদ ইসলাম বলেন, “আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কিছু শীর্ষ পর্যায়ের আসন ছাড়া বাকিগুলোতে আমরা প্রার্থী দেব। গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতার চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই নাগরিক পার্টি এই নির্বাচনকে গণআন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখছে।”তিনি জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে। “আমরা শাপলা কলির প্রতীকে নির্বাচনে অংশ নিতে চাই। টাকার প্রভাব ও গডফাদারগিরির রাজনীতি নয়, সাধারণ মানুষের প্রতিনিধিত্বই হবে আমাদের লক্ষ্য’’।দলের আহ্বায়ক আরও বলেন, “যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, যারা রাস্তায় থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বিশেষ করে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগের প্রতি সম্মান জানাতে হয়তো সেখানে প্রার্থী দেব না। তবে সারাদেশে আমরা সংগঠিতভাবে এককভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি।”এ সময় তিনি জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলেন। “গণঅভ্যুত্থানের আহত যোদ্ধারা এখনো যারা কাতরাচ্ছেন, যাদের শরীরে এখনো স্প্লিন্টার রয়েছে, যারা অঙ্গহানি ও শারীরিক যন্ত্রণায় ভুগছেন— তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের,” বলেন তিনি।তিনি আরও যোগ করেন, “অনেক আহত আন্দোলনকারী সাময়িক চিকিৎসা পেয়েছেন, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা যদি নিশ্চিত না হয় তাহলে একই রকম দুর্ঘটনা আবার ঘটতে পারে। নির্বাচনের ডামাডোলে এই শহীদ ও আহত যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদের প্রকৃত পুনর্বাসন করা।”নাহিদ ইসলাম বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নাগরিক অধিকারের লড়াইয়ে যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের শিক্ষক, ইমাম, শ্রমজীবী ও সাধারণ জনগণের মধ্যে থেকে প্রকৃত নেতৃত্ব উঠে আসবে। টাকার দাপট নয়, নীতির ওপর দাঁড়িয়ে রাজনীতি হবে— এটাই আমাদের লক্ষ্য।”দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে সেইসব মানুষকে যারা মাঠপর্যায়ে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনগণের আস্থা অর্জন করেছেন। দলের নীতিনির্ধারক আহমেদ তনু বলেন, “আমরা রাজনীতি থেকে টাকার প্রভাব কমিয়ে এনে সৎ ও যোগ্য মানুষের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করতে চাই। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”রাজনৈতিক সমঝোতা ও জোট বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “সমঝোতা বা জোট অবশ্যই রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে হবে। যদি জুলাই সনদে আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে কোনো দল একাত্মতা প্রকাশ করে, তাহলে আমরা সেই জোটের বিষয়টি বিবেচনা করব। তবে এখন পর্যন্ত আমরা এককভাবে অগ্রসর হচ্ছি।”এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।গাজী সালাহউদ্দিন ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছোড়া স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর গত ২৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। নাহিদ ইসলাম তাঁর পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, “যে ত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের বিজয় এসেছে, তা বৃথা যাবে না। শহীদদের রক্তের ঋণ শোধের দায়িত্ব আমাদের সকলের।”ভোরের আকাশ/জাআ