চলতি বছর গ্রীষ্মের প্রখর রোদ আর তীব্র তাপমাত্রার মধ্যেও সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৭ লাখ হজযাত্রী নিরাপদে হজ পালন করেছেন।সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার হজে গরমজনিত কারণে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। এমনকি গরমের কারণে অসুস্থ হওয়ার সংখ্যাও গত বছরের তুলনায় প্রায় ৯০ শতাংশ কম।গালফ নিউজ-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুক্রবার সৌদি হজ মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে সরকারি স্বাস্থ্যসেবা বিভাগ, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা।বিবৃতিতে আরও বলা হয়, এবার হজযাত্রীদের সুবিধার্থে ছায়াযুক্ত জায়গার পরিমাণ বাড়ানো হয়েছে, স্থাপন করা হয়েছে উন্নত কুলিং সিস্টেম এবং বাড়ানো হয়েছে অবকাঠামোগত সুবিধা। একই সঙ্গে হজযাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা চালানো হয়, যার ফলেই এবারের হজ অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে।সৌদি ভিশন ২০৩০ অনুযায়ী, স্বাস্থ্যসেবা খাতকে আরও দক্ষ করে গড়ে তোলাই অন্যতম লক্ষ্য। এ বছর হজ ব্যবস্থাপনায় সেই লক্ষ্যের বাস্তব প্রতিফলন দেখা গেছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। তারা জানায়, “আমরা চাই প্রত্যেক হজযাত্রী যেন নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে হজ সম্পন্ন করতে পারেন।”উল্লেখ্য, মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে জুন মাসে তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমন তীব্র গরমে ২০২৪ সালের হজে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১,৩০০ হজযাত্রী, অসুস্থ হয়ে পড়েছিলেন আরও হাজার হাজার মানুষ।তবে এবারের হজ শুরু হয় ৪ জুন এবং শেষ হয় ৬ জুন, যেখানে সৌদি পরিসংখ্যান সংস্থা গাস্তাত জানায়, মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি হজ করেছেন। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬৫০ জন ছিলেন সৌদি নাগরিক, বাকিরা বিদেশি।ভোরের আকাশ।।হ.র
০৯ জুন ২০২৫ ১২:০০ এএম
চলতি বছর হজে অংশ নিয়েছেন ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি
চলতি হজ মৌসুমে মোট ৬ হাজার ৬০০ জন ফিলিস্তিনি হজ পালন করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তাদের মধ্যে ৫ হাজার ২৫০ জন পশ্চিম তীর ও দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে এবং ১,৩৫০ জন গাজা উপত্যকা থেকে হজে অংশ নেন।গাজা থেকে আগত হাজিরা বর্তমানে মিশরে অবস্থান করছেন। সেখান থেকেই তারা সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) ফজরের আগে তাদের মিনা থেকে আরাফার ময়দানে স্থানান্তর করা হয়। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনের ধর্ম ও ওয়াকফবিষয়ক মন্ত্রী মোহাম্মদ মুস্তফা নাজম দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াফা’-কে জানান, হজযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সব হাজিই নিরাপদ ও সুস্থ অবস্থায় ছিলেন এবং তারা সময়মতো আরাফায় উপস্থিত হয়েছেন।আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি হাজিদের জন্য নির্ধারিত হজ প্যাকেজের মূল্য ছিল ৩,৩২০ থেকে ৩,৮১৭ জর্ডানিয়ান দিনার, যা প্রায় ৪,৬৮০ থেকে ৫,৩৮০ মার্কিন ডলারের সমান।মন্ত্রী নাজম আরও বলেন, চলমান যুদ্ধাবস্থার মধ্যেও এবারের হজে অংশ নেওয়া গাজার জনগণের জন্য বিশেষ অর্থবহ। ইসরায়েলি সামরিক অভিযানে বিপর্যস্ত গাজা উপত্যকায় গত কয়েক মাসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এ ছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভোরের আকাশ/হ.র
০৬ জুন ২০২৫ ১২:১০ এএম
সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৭৬৬ হজযাত্রী
চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৭৬৬ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। শনিবার (২৪ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, ১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৬টি, সৌদি এয়ারলাইনসের ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।এতে বলা হয়, ১৪৭টি ফ্লাইটে ৫৬ হাজার ৭৬৬ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১৮৩ হজযাত্রী রয়েছেন।আরও বলা হয়, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেছেন।এরা হলেন, জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।ভোরের আকাশ/এসএইচ
২৪ মে ২০২৫ ১১:১২ পিএম
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী
চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার (২৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ১৪১টি ফ্লাইটে ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন।জানা গেছে, ১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৩টি, সৌদি এয়ারলাইনসের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন- জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।ভোরের আকাশ/এসএইচ