আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১২:১০ এএম
চলতি বছর হজে অংশ নিয়েছেন ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি
চলতি হজ মৌসুমে মোট ৬ হাজার ৬০০ জন ফিলিস্তিনি হজ পালন করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তাদের মধ্যে ৫ হাজার ২৫০ জন পশ্চিম তীর ও দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে এবং ১,৩৫০ জন গাজা উপত্যকা থেকে হজে অংশ নেন।
গাজা থেকে আগত হাজিরা বর্তমানে মিশরে অবস্থান করছেন। সেখান থেকেই তারা সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) ফজরের আগে তাদের মিনা থেকে আরাফার ময়দানে স্থানান্তর করা হয়। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ফিলিস্তিনের ধর্ম ও ওয়াকফবিষয়ক মন্ত্রী মোহাম্মদ মুস্তফা নাজম দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াফা’-কে জানান, হজযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সব হাজিই নিরাপদ ও সুস্থ অবস্থায় ছিলেন এবং তারা সময়মতো আরাফায় উপস্থিত হয়েছেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি হাজিদের জন্য নির্ধারিত হজ প্যাকেজের মূল্য ছিল ৩,৩২০ থেকে ৩,৮১৭ জর্ডানিয়ান দিনার, যা প্রায় ৪,৬৮০ থেকে ৫,৩৮০ মার্কিন ডলারের সমান।
মন্ত্রী নাজম আরও বলেন, চলমান যুদ্ধাবস্থার মধ্যেও এবারের হজে অংশ নেওয়া গাজার জনগণের জন্য বিশেষ অর্থবহ। ইসরায়েলি সামরিক অভিযানে বিপর্যস্ত গাজা উপত্যকায় গত কয়েক মাসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এ ছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
ভোরের আকাশ/হ.র