কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকায় শিশুটি দাদীর কাছে থাকতো।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরে চলে যায়।এসময় অসাবধানতাবশত পাশের ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে ডোবায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৬:০৬ এএম
সাতকানিয়ায় পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নে পারিবারিক পুকুরে গোসল করতে নেমে দুই খালাতো বোনের করুণ মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের একজন ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী (বয়স আনুমানিক ৮ বছর)। তার বাবা ইঞ্জিনিয়ার মৃত সিরাজুল ইসলাম এবং মা নুরজাহান। অন্যজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিফা (২২), যিনি বেড়াতে এসে পরিবারের ছোট বোনের সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন।মধু মার্কেট সংলগ্ন ওসমান ডাক্তারের বাড়ি এলাকার পারিবারিক পুকুরে গোসলের সময় কোনো এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করেছে পরিবারসহ এলাকাবাসী।ভোরের আকাশ/জাআ
১৬ আগস্ট ২০২৫ ১২:৪২ পিএম
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম রাহাদ মোল্যা, সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের আসলাম মোল্যার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাহাদ দুপুরের খাওয়া শেষে বাইরে বের হয়। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভাসতে দেখা যায়।কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাদ বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। দীর্ঘসময় রাহাদকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে রাহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বুধবার রাত ৯টার দিকে পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ভোরের আকাশ/মো.আ.
১৪ আগস্ট ২০২৫ ০২:০৩ এএম
নাসিরনগরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়লনগর ইউনিয়নের কদমতলী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বাকলঙ্গন নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) ও একই গ্রামের জুনাইদ আহম্মদ এর মেয়ে তানিশা মনি (৫)।পরিবার সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। তখন তাদের পরিবারের লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে এলে দু'জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।ভোরের আকাশ/মো.আ.