ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য: ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রদানের প্রক্রিয়া স্থগিত রাখাকে “অগ্রহণযোগ্য” হিসেবে সমালোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ লিখেছেন, “যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দিচ্ছে না, এবং এটি গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বাতিল করবে।”উল্লেখ্য, ফ্রান্স এবং সৌদি আরব যৌথভাবে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনের মূল লক্ষ্য হলো আল আকসা অঞ্চলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধানকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এগিয়ে নেওয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সম্মেলনে যৌথ সভাপতিত্ব করবেন।ম্যাক্রোঁ বলেন, “আমাদের উদ্দেশ্য স্পষ্ট। দ্বিরাষ্ট্র সমাধান ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ। এই নীতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করতেই সম্মেলন আয়োজন করা হচ্ছে।”তবে সম্প্রতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার যুক্তরাষ্ট্রে ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, যা সম্মেলনের প্রস্তুতিকে জটিল করেছে।মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ম্যাক্রোঁ আরও বলেন, “গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং পশ্চিম তীরে দখলকৃত এলাকা সম্প্রসারণ কোনোভাবেই স্থায়ী শান্তির জন্য সহায়ক নয়। আমাদের লক্ষ্য হলো স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠা।”ভোরের আকাশ//হ.র
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩২ এএম
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ঘোষণা করেছেন, চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি। একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।মঙ্গলবার ভোরে প্রেভো এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”প্রস্তাবিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্যের আমদানি বন্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতিমালা পুনর্মূল্যায়ন।ম্যাক্সিম প্রেভো, যিনি বেলজিয়ামের মধ্যপন্থী খ্রিস্টান ডেমোক্র্যাট পার্টির সদস্য এবং দেশের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন, জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত মূলত গাজায় চলমান মানবিক সংকট এবং পরিস্থিতির গুরুত্বের প্রেক্ষিতে নেওয়া হয়েছে।তিনি আরও উল্লেখ করেছেন, বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের কোনো ভূমিকা না থাকার শর্ত পূরণ হলে স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।ভোরের আকাশ//হ.র
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৮ এএম
ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা বেলজিয়ামের
জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সে পোস্ট করে এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।তিনি লেখেন, “জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”প্রেভো জানান, ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা দেয়া হবে। এর মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন।গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন যে, ফ্রান্সও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর একে একে আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষ স্বীকৃতির কথা বলেছে।জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত অন্তত ১৪৭টি দেশ, যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রায় ৭৫ শতাংশ, ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।বেলজিয়ামের এ ঘোষণা এমন এক সময়ে এলো, যখন গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ অন্তত ৬৩ হাজার ৪৫৯ জনকে হত্যা করেছে এবং আরও এক লাখ ৬০ হাজার ২৫৬ জনকে আহত হয়েছেন।ভোরের আকাশ/মো.আ.