বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার আয়োজনে, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বরিশাল জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রথমে বিক্ষোভ করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগের টিম প্রধান মনিরুল আলম চৌধুরী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, সদস্য সচিব কামরুল আহসান।এছাড়া উপস্থিত ছিলেন, বরিশাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, রবিউল আউয়াল শাহিন, এইচ এম আল আমিন, সালাউদ্দিন, রেজাউল কবির রেজা, তাজবির চৌধুরী সাব্বির, মাইনুল ইসলাম রাসেল, শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, হাফিজুর রহমান সোহাগ, মোঃ বাদল, মেহেদী হাসান মিরু, বাবু সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তাদের এই সমাবেশ। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয় এসে শেষ হয়। ভোরের আকাশ/জাআ