ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাবেক সংসদ সদস্য ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন এ উদ্যোগ গ্রহণ করেন। উদ্বোধন শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬ শতাধীক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। এই আয়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন তাঁদের স্মৃতিকে চিরঞ্জীব করে রাখছি, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে অপরিহার্য ভূমিকা পালন করে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করছি।কর্মসূচির বিশেষ অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার পাঁচজন শহীদের স্মৃতি স্মরণে কাঠ বাদামের চারা রোপণ করেন। এই প্রতীকী বৃক্ষরোপণ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো শহীদদের মহান আত্মত্যাগ সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয়ভাবে উৎসাহিত করা। তাঁরা দৃঢ়ভাবে বলেন যে, এই বৃক্ষরোপণ কর্মসূচি ঈশ্বরগঞ্জের সবুজায়ন ও সামগ্রিক পরিবেশগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে।ভোরের আকাশ/জাআ
২৯ জুলাই ২০২৫ ০৮:৫৩ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে শহীদ জাহিদ স্মরণে বৃক্ষরোপণ
কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই-আগস্ট অভ্যুত্থান-২৪ এ শহীদ আবদুল্লাহ বিন জাহিদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আমগাছের চারা রোপণ করা হয়।জানা গেছে, শনিবার সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এরই অংশ হিসেবে হোসেনপুর উপজেলা চত্ত্বরে শহীদ আবদুল্লাহ বিন জাহিদ স্মরণে আমগাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, ওসি (তদন্ত) লিমন বোস, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ এর মাতা ফাতেমা-তুজ-জোহরা, জুলাই যোদ্ধা মো. শওকত হোসাইন, জুলাই যোদ্ধা আল আমিন ভূঁইয়া প্রমূখ।ভোরের আকাশ/জাআ
কুড়িগ্রামে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে ৬ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম কালেক্টরেট চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজজা রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মুকুল মিয়া, পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ, ৬ শহীদ পরিবারের সদস্যগণ, গণঅঅভ্যুত্থানে অংশ নেয়া জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
১৯ জুলাই ২০২৫ ০১:৫২ পিএম
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫’ গ্রহণ করেছে।সোমবার (৩০ জুন) এ উপলক্ষ্যে বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গনে গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী পালন করছে। বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের পরিচালকরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুনাগুন সম্পন্ন গাছের চারা রোপণ করবে।ভোরের আকাশ/এসএইচ
৩০ জুন ২০২৫ ০৭:০৩ পিএম
আত্রাইয়ে কৃষক দলের বৃক্ষ রোপণ
নওগাঁর আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা জীতয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ জুন) সকালে উপজেলার ৮ ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচির শুরুতে আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজে বৃক্ষ রোপণ এর শুভ উদ্বোধন করা হয়।উক্ত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন, শফিউল আলম সুমন, যুগ্ম সম্পাদক মান্নান,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট সহ আত্রাই উপজেলা কৃষেক দলের নেতা কর্মী ও ইউনিয়ন কৃষক দলের নেতা কর্মীবৃন্দ।ভোরের আকাশ/আজাসা
২৯ জুন ২০২৫ ০৫:২২ পিএম
নরসিংদীতে ৮০০ পরিবারের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ
নরসিংদীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে ৮০০ পরিবারের মাঝে ১হাজার ৬০০ ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের দক্ষিণ কারারচর মহিলা সমিতি অফিসের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত হোসেন।উদ্বোধনী দিনে ১০০ পরিবারের মাঝে ২০০ ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে নরসিংদী সদর ও শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে আরো ১ হাজার ৪০০ গাছ বিতরণ করা হবে। ফলদ বৃক্ষের চারার মধ্যে রয়েছে আম এবং লিচু।বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর নরসিংদী জোনাল ম্যানেজার আব্দুস ছালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহানুর রহমান শুভ, বিজ এর শাখা ব্যবস্থাপক রাজ্জাকুল ইসলাম প্রামাণিক, প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার(কৃষি) মো: মোশাররফ হোসেন, সাব জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্ত্তী, নরসিংদী চিনিশপুর ইউনিয়ন পরিষদের সদস্য সায়েম ভূইয়া। এসময় সংস্থার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আরিফুর রহমান, তামান্না আক্তার এবং আবু রায়হান প্রমুখ।ভোরের আকাশ/আজাসা
২৯ জুন ২০২৫ ০৫:১১ পিএম
ফলজ বৃক্ষরোপণে আগ্রহ জাগাতে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মানিকগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তপাঠ গণগ্রন্থাগার। রোববার (২৯ জুন) সকালে সরুপাই আলহাজ্ব আবদুল হালিম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি পালন করা হয়।এ সময় ১৯০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে কয়েকটি গাছ রোপণ করা হয়।“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এবং “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তপাঠ গণগ্রন্থাগারের সভাপতি আমিনুর রহমান। মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আরিফ হোসেন খান তৌফিক।এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. জহিরুল ইসলাম, মো. নুরুজ্জামান, বাবুল হোসেন, গোলাম কিবরিয়া, মাওলানা মতিয়ার রহমান, মো. উজ্জ্বল মিয়া, মো. মাজেদ মিয়া, মো. সাইজুদ্দিন, মো. শরীফ মিয়া এবং নারী শিক্ষকদের মধ্যে মোছা. আফরোজা খানম, মোছা. শামীমা তালুকদার ও মোছা. তানজিলা আক্তার।বক্তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দ অনুযায়ী গাছের চারা গ্রহণ করে তা বাড়িতে রোপণের অঙ্গীকার করেন।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুন ২০২৫ ১১:৫৯ এএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি'র বৃক্ষরোপণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ করেছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। বুধবার (২৫ শে জুন) সকাল ১০টায় জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার তেজদাসকাঠি কলেজে কয়েক শতাধিক বৃক্ষরোপন করেন তিনি।অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর এর সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফায় ঘোষণা দিয়েছে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় গেলেও অথবা না গেলেও সারা বাংলাদেশ কমপক্ষে পাঁচ কোটি বৃক্ষরোপন করবে।তিনি আর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে মরুভূমিতে নিম গাছ লাগিয়েছিলেন তাই নিম গাছকে সৌদি আরবে জিয়াট্রি নামে পরিচিত। আমরাও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিম গাছ বিভিন্ন গাছ রোপন করেছি। বিগত সরকার পরিবেশকে ব্যাপকভাবে নষ্ট করেছে। আমরা দেশকে রক্ষা করতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কার্যক্রম চালু করেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।ভোরের আকাশ/জাআ
২৫ জুন ২০২৫ ০৩:৩৩ পিএম
টাঙ্গাইলে ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ
“একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকাশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে ১ হাজার ৬২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পৌর শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোমলমতি শিশুদের নিয়ে কৃষ্ণচূড়া, জারুল গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/আজাসা
২৫ জুন ২০২৫ ০৩:১০ পিএম
টাঙ্গাইলে উদ্ধার বন বিভাগের জমিতে বৃক্ষরোপণের উদ্যোগ
টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উদ্ধার হওয়া ১৩ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হচ্ছে। মঙ্গলবার(২৪ জুন) বেলা ১১টায় সখীপুর বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী।এ সময় আরও উপস্থিত ছিলেন, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো: ইমরান হোসেন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূইয়া প্রমূখ।বনবিভাগ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বীট এলাকার বন আইনের ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনের প্রায় ১৩ একর জমি গত ৩১ মে বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। মঙ্গলবার বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় প্রায় দুই শত শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু করে।সখীপুর এমএম চালা বিট কর্মকর্তা মো: রুমিউজ্জামান রুমি বলেন, দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ দখলে ছিল এ গুলো ২০ ধারায় গেজেট ভূক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এ কাজ চলমান থাকবে।সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশ ও বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত ১৩ একর জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলজের চারা রোপণ করা হবে। ভোরের আকাশ/আজাসা
২৪ জুন ২০২৫ ০৭:০৩ পিএম
টঙ্গীতে এনসিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
টঙ্গীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (২৩ জুন) বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে এনসিপি নেতাকর্মীরা।এতে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের সংগঠক আব্দুল আল মুহিম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মো. মহসিন উদ্দিন, গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আকাশ ঘোষ, সাইফুল ইসলাম আকাশ। গাজীপুর মহানগর জাতীয় যুব শক্তির প্রতিনিধি ইঞ্জিনিয়ার মৃদুল খান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ গাজীপুর প্রতিনিধি গৌরব ঘোষ, জাতীয় নাগরিক কমিটির টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি, শেখ সাদী, মিনহাজ, আব্দুল খালেক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি আশফাক ইসলাম অন্তর, আরমান, মৃদুল হাসান প্রমুখ।এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধে বৃক্ষরোপন কর্মসূচির কোন বিকল্প নেই। দৈনিক যে হারে বৃক্ষনিধন হয় সেই অনুযায়ী বৃক্ষরোপণ হয় না। তাই আজ জলবায়ুর বিরূপ প্রভাব আমাদের ছয় ঋতুর দেশে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। এনসিপির পক্ষ থেকে দেশব্যাপী এই কর্মসুচী চলমান থাকবে বলে জানান তারা।ভোরের আকাশ/এসএইচ