ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ০৮:৫৩ পিএম
ছবি: ভোরের আকাশ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সাবেক সংসদ সদস্য ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।
শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন এ উদ্যোগ গ্রহণ করেন।
উদ্বোধন শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬ শতাধীক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।
এই আয়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন তাঁদের স্মৃতিকে চিরঞ্জীব করে রাখছি, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে অপরিহার্য ভূমিকা পালন করে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করছি।
কর্মসূচির বিশেষ অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার পাঁচজন শহীদের স্মৃতি স্মরণে কাঠ বাদামের চারা রোপণ করেন। এই প্রতীকী বৃক্ষরোপণ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।
এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো শহীদদের মহান আত্মত্যাগ সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয়ভাবে উৎসাহিত করা। তাঁরা দৃঢ়ভাবে বলেন যে, এই বৃক্ষরোপণ কর্মসূচি ঈশ্বরগঞ্জের সবুজায়ন ও সামগ্রিক পরিবেশগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে।
ভোরের আকাশ/জাআ