টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা: যুবলীগ নেতা সহ গ্রেফতার ৩
টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতা সহ তিন জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।রোববার বিকেলে গ্রেফতারকৃতদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল পৌরসভার কাগমারা মেসের মার্কেট এলাকার মোঃ আতাব আলীর ছেলে মোঃ শাহীন (৩২), সন্তোষ এলাকার মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল আহমেদ (২৭), বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ধরের বাড়ি এলাকার মৃত আবু সাইদ এর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (৩৮)।টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার রানা আহাম্মেদ এর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের মামলায় ১৬ আগষ্ট দিবাগত রাতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বিকেলে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারী পেশায় নিয়োজিত পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে রানা আহাম্মেদ এর স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।ভোরের আকাশ/জাআ
১৭ আগস্ট ২০২৫ ০৬:৩০ পিএম
মানি লন্ডারিং: ১০ বছরের সাজা থেকে জি কে শামীম খালাস
অর্থপাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম।বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ জি কে শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ২০২৩ সালের ১৭ জুলাই জি কে শামীমকে ১০ বছরের সাজা দিয়েছিল ঢাকার একটি আদালত। পাশাপাশি তাকে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়।পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম। বৃহস্পতিবার আপিলের ওপর রায় দেয় হাইকোর্ট। ২০১৯ সালের সেপ্টেম্বরে জি কে শামীমের ঢাকায় নিকেতনের বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করার দাবি করে র্যাব। পরে র্যাব জি কে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে।ভোরের আকাশ/এসএইচ
০৭ আগস্ট ২০২৫ ০৪:১২ পিএম
শ্রীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা
গাজীপুরের শ্রীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় অংশ নিয়েছেন যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে গাজীপুর জেলা কারাগার থেকে তিন ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে মায়ের জানাযায় অংশ নেন। জানাযা শেষে তাকে পুনরায় কারাগারে নেয়া হয়। মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রিপন (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।ছবি-ভোরের আকাশরিপনের ভগ্নিপতি আবুল হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় একটি মামলায় গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রিপনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এরপর থেকে রিপন কারাগারে ছিল। বার্ধক্যজনিত রোগসহ কিডনী রোগে ভুগছিলেন যুবলীগ নেতার মা নুরুন্নাহার। পুত্র শোকে সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার (১৮ জুন) বিকেল পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন। পরে হাসপাতাল থেকে দেয়া মৃত্যুসনদ নিয়ে কারাগারে থাকা রিপনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তিন ঘন্টা প্যারোলে মুক্তি পাওয়ার পর রিপন বিকেল পৌনে চারটার মায়ের জানাযা ও দাফনে অংশ নেয়।গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, আবেদন যাচাই বাছাই করে রিপনকে তিন ঘন্টার প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেয়া হয়।গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, প্যারোলে তিন ঘন্টার মুক্তির আদেশ পেয়ে তরিকুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে মায়ের জানাযায় অংশ নিয়ে কারাগারে ফেরত আনা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৯ জুন ২০২৫ ০৮:০২ পিএম
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম গ্রেফতার
পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন সোহেলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৩ জুন) বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৪ জুন) দুপুরে গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে দৈনিক ভোরের আকাশকে জানান পিরোজপুর সদর থানার ওসি মোঃ রবিউল ইসলাম।গ্রেপ্তার হওয়া মোঃ নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় নেয়। পরে সেখান থেকে পিরোজপুর সদর থানায় আনা হয়।এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাজিমউদ্দিন সোহেলের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুন ২০২৫ ১০:২৪ পিএম
শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা থানা পুলিশ গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।পুলিশ জানায়, সম্প্রতি বরগুনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণের পাশাপাশি এলাকায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে তানভীর আহমেদ পুলিশের নজরদারিতে ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলার নিয়মিত আসামি। আজ বিকেল ৫টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”ভোরের আকাশ/সু