বলিউডের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে চলেছে সিনেমাপ্রেমীরা। শাহরুখ খান, সালমান খান ও আমির খান—এবার এক ফ্রেমে ধরা দিতে চলেছেন বলিউড বাদশাহদের ছেলে আরিয়ান খানের পরিচালনায়।গত শনিবার সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া একটি ছবি নেটদুনিয়ায় তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ছবিতে শুটিং সেটে রাখা একটি প্রসাধনী ভ্যানের গায়ে তিন খানের নাম লেখা দেখা যাচ্ছে। নেটিজেনরা উচ্ছ্বাসে ভাসছেন, ‘দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে—তিন খানের একসঙ্গে উপস্থিতি।’ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সিরিজের ঝলকে দেখা গেছে সালমানকে, আর শাহরুখও নিশ্চিত। তাই ধারণা করা হচ্ছে, আমিরও তাদের সঙ্গে থাকবেন।গত বছর আমির নিজেও তিন খানের একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছেন, ‘শাহরুখ ও সালমানকে বলেছিলাম, আমাদের তিনজন একসঙ্গে কাজ করা উচিত। তারা আমার সঙ্গে একমত হয়েছেন। এখন শুধু একটি ভালো গল্প ও চিত্রনাট্য দরকার, তারপর আমরা এগোতে পারব।’নেটিজেনরা এখনই এই অনন্য প্রজেক্টের প্রতীক্ষায়। ওয়েব সিরিজটির মুক্তির পর বলিউডের প্রেমিকরা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন।ভোরের আকাশ//হ.র
০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৬ পিএম
শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান
শাহরুখ খানের হাস্যরসের প্রশংসা করেন না, এমন লোকের সংখ্যা নেহাত কম। অনেক সময় তাঁর বুদ্ধিদীপ্ত উত্তরকে ‘ঔদ্ধত্য’ও বলেন কেউ কেউ। এক সময় নাকি সত্যিই অসভ্য, উদ্ধত ছিলেন শাহরুখ। নিজেই স্বীকার করলেন সে কথা। পাশপাশি জানালেন, এই সময় দাঁড়িয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তিনি।অভিনেতা হিসেবে শাহরুখ, তা কারও অজানা নয়। সঙ্গে পড়়াশোনায়ও বেশ ভালো ছিলেন শাহরুখ। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন নায়ক। তারপর আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।এরপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। স্নাতকোত্তর পড়ার জন্যও ভর্তি হন ওখানেই। ওই একই সময় অভিনেতা, তার প্রথম ধারাবাহিক ‘ফৌজি’র প্রস্তাব পান। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চলছিল তার।এমনই সময়ে তার পরীক্ষা চলে এল, তখন গ্রন্থাগারে বসে পড়াশোনা করছিলেন বলিউড কিং। হঠাৎ কলেজের অধ্যক্ষ এসে বলেন, আমার হাতে থাকলে, তোমাকে পরীক্ষায় বসতেই দিতাম না।’ তার পাল্টা উত্তরে শাহরুখ বলেন, আপনার এই পরীক্ষার কোনো দরকার নেই আমার।যদিও সেই দিনের এমন ব্যবহারকে নিজেই ঔদ্ধত্যের তকমা দিয়েছেন কিং খান। এ নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিন, ‘সেদিনের ব্যবহার ছিল অল্প বয়সের ঔদ্ধত্য, বেয়াদবি ও পাকামি।’ যদিও এই ঘটনার পর শাহরুখকে তার শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হয়েছিল।ভোরের আকাশ/তা.কা
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫২ এএম
আইনি জটিলতায় শাহরুখ খানের মেয়ে
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে থানায় অভিযোগ করা হয়। এবার আইনি জটিলতায় তার কন্যা সুহানা খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান জমি কেনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। মুম্বাইয়ের উপকণ্ঠ আলিবাগে ১২.৯১ কোটি রুপিতে একটি কৃষিজমি কিনে বিতর্কের মুখে পড়েছেন তিনি।বর্তমানে নিজের পরবর্তী সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুহানা। এই ব্যস্ততার মধ্যেই আলিবাগে জমি কেনেন তিনি, যার পরিমাণ ১২ কোটি ৯১ লাখ রুপি। জানা গেছে, এই জমির মালিকানা ছিল প্রশাসনের হাতে এবং এটি মূলত শুধুমাত্র কৃষিকাজের জন্য বরাদ্দ ছিল।ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সুহানা এই জমি কিনেছেন তিন বোন- অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে। তারা দাবি করছেন, জমিটি উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছেন। তবে জমির আসল মালিকানা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।জমি কেনার সময় সুহানা ৭৭ কোটি ৪৬ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। যদিও এত বড় পরিমাণ অর্থে লেনদেন হলেও জমির স্বত্ব ও কেনাবেচা প্রক্রিয়া নিয়ে সংশয় থাকায় প্রশাসন ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। জমির বৈধতা এবং নথিপত্র যাচাই করে শিগগিরই একটি রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গেছে।এটিই ছিল সুহানার প্রথম জমি কেনা। তবে এর কিছুদিন পরেই আলিবাগেই ১০ কোটি রুপির একটি বাড়িও কিনেছেন তিনি। সব মিলিয়ে শাহরুখ-কন্যার রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।এদিকে এই ঘটনার পর এখনও পর্যন্ত সুহানা খান কিংবা শাহরুখ খানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোরের আকাশ/তা.কা
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩০ এএম
জমি কেনায় আইনি জটিলতায় শাহরুখ খানের মেয়ে সুহানা
বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান জমি কেনাকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন। কৃষকদের কোটাভুক্ত জমি কেনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের আলীগড়ে ১২ কোটির বেশি মূল্যে একটি জমি ক্রয় করেছেন সুহানা। তবে জমিটি মূলত কৃষিকাজের জন্য সংরক্ষিত ছিল এবং প্রশাসনের অধীনে ছিল এর মালিকানা।সুহানা জমিটি কিনেছেন তিন বোন—অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে। তারা দাবি করেছেন, এই জমি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। যদিও সরকারি নথি অনুযায়ী জমিটি কৃষকদের স্বার্থে সংরক্ষিত ছিল।এখন পর্যন্ত জমির রেজিস্ট্রি হয়ে গেছে এবং নথিপত্রে সুহানাকে ‘কৃষক’ হিসেবেও দেখানো হয়েছে। বিষয়টি সামনে আসার পর তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। খুব শিগগিরই এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সুহানা খান বা শাহরুখ খান।ভোরের আকাশ//হ.র
০২ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৪ পিএম
এবার শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা
বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিং নামের এক ব্যক্তি এই মামলা করেছেন।ভারতীয় গণমাধ্যমের খবর, এই অভিযোগটি করেন কীর্তি সিং নামের একজন আইনজীবী। তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। সেই গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠানকে ৫১ হাজার রুপি অগ্রীম ও বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন সেই আইনজীবী।এরপর তিনি দাবি করেন, গাড়িটি কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অল্পদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও সমাধান না পেয়ে তিনি মামলা করেন।কিন্তু কেন শাহরুখ ও দীপিকার নাম মামলায় জড়িয়েছে? জানা গেছে, তারা ওই গাড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং বিজ্ঞাপনে প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদের নামও যুক্ত করা হয়েছে।এ ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ভোরের আকাশ/এসএইচ
২৭ আগস্ট ২০২৫ ০৪:৩৪ এএম
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান
৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে শাহরুখ সেরা অভিনেতার পুরস্কারটি একা পাননি। তাঁর সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার শেয়ার করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসিও। বিক্রান্ত ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। এখন প্রশ্ন ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে কত রুপি পেলেন শাহরুখ খান। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য দুই লাখ রুপি সম্মাননা রাখা হয়েছে। যেহেতু শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার যুগ্মভাবে অর্জন করেছেন। তাই দুই লাখ রুপি থেকে তিনি পাবেন এক লাখ রুপি। অন্যদিকে বিক্রান্ত ম্যাসি পাবেন এক লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা। বলিউড বাদশা শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ার। এ সময় দর্শকদের উপহার দিয়েছেন সুপারহিট সব ছবি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘পাঠান’, ‘জওয়ান’। কখনও রোমান্টিক হিরো হয়ে পর্দায় ঝড় তুলেছেন। আবার কখনও অ্যাকশন সিনেমা দিয়ে বাজিমাত।বলে রাখা ভালো, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জী। শাহরুখ, রানী এবং বিক্রান্ত ম্যাসি এবারই প্রথম জাতীয় পুরস্কার পাচ্ছেন। তিন অভিনেতা ছাড়াও, সানিয়া মালহোত্রার ছবি 'কাঠাল' সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে।রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ছবি সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর বিভাগে পুরষ্কার জিতেছে। পরিচালক সুদীপ্ত সেন 'দ্য কেরালা স্টোরি'-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। ভিকি কৌশল অভিনীত ছবি 'শ্যাম বাহাদুর' সেরা মেকআপ এবং কস্টিউম পুরস্কার পেয়েছে।ভোরের আকাশ/তাকা