সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে পর্তুগাল: রিপোর্ট
গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে আগামী সেপ্টেম্বরের প্রথম দিকেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার (৩১ জুলাই) এ খবর জানিয়েছে।দৈনিক ডায়ারিও ডি নোটিসিয়াস এবং অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রগুলোর উপস্থাপিত এবং মূলত বৈধ শর্তগুলো পূরণ করা হলে পর্তুগাল সেপ্টেম্বরের প্রথম দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।এ নিয়ে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো প্রথমে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার সঙ্গে এবং সংসদের দলগুলোর সঙ্গে পরামর্শ করবে বলেও জানানো হয়।পর্তুগালের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও বলেছে, তারা ইতোমধ্যেই স্বীকৃতি প্রক্রিয়া শুরু করার জন্য বিশ্লেষণ বা শর্তগুলো ব্যাখ্যা করেছে। এর মধ্যে রয়েছে একটি দেশের সঙ্গে চুক্তি —যাদের সঙ্গে আমরা একটি স্থায়ী সংলাপ বজায় রেখেছি এবং যারা এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।ভোরের আকাশ/জাআ