কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫ ০৯:৫২ পিএম
কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের ২ জন আটক
কুলাউড়ায় ছিনতাইয়ের অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৯ জুন) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া-হাসিমপুর পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হলেন- কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা জুবেল মিয়া (১৯) ও পশ্চিম মিনার মহল এলাকার বাসিন্দা শাকিল মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের বাসিন্দা নবীন্দ্র করের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় অভিযুক্ত দুই যুবক। পরে রাত আনুমানিক ৩টার দিকে বাবনিয়া-হাসিমপুর পয়েন্টে স্থানীয়রা তাদের আটক করে। বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটকে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। তিনি জানান, আটকদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ